E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে এ্যাডভোকেসি সভা 

২০২২ মে ১৮ ১৮:৫৩:২৬
গাজীপুরে এ্যাডভোকেসি সভা 

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : “সকলের জন্য দীর্ঘ জীবন” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব টিকাদান সপ্তাহ (২৪-৩০এপ্রিল) ২০২২ উদযাপন উপলক্ষ্যে গাজীপুর নগর ভবনের সভা কক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (১৮ এপ্রিল) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম (যুগ্মসচিব) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জিসিসি সচিব মোঃ আব্দুল হান্নান, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, আঞ্চলিক নির্বাহী কমকর্তা (অঞ্চল-০৪) মোঃ রেজাউল করিম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ তানিয়া রাশিকা, ডাঃ তপন কুমার হালদার প্রমুখ।

এছাড়াও সভায় বস্তি উন্নয়ন কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ সরকার, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিষ্ট, ইউনিসেফ, সহকরী সার্জন, গণমাধ্যম কর্মী, মাল্টি সেকটোরাল প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারী-বেসরকারী সংস্থাসমূহের প্রতিনিধি, ওয়ার্ড সচিব, ইপিআই কর্মীগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাদপড়া সকল শিশুকে সনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলেই আমরা সুরক্ষিত থাকতে পারবো। টিকা দেয়ার ফলে প্রতিটি শিশু সুরক্ষিত হলে আপনার পরিবার তথা সমাজও টিকা দিয়ে প্রতিরোধযোগ্য রোগ থেকে নিরাপদ থাকবে। এছাড়া ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের টিডি টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে নবজাত শিশুসহ মা/নারীদের ধনুষ্টঙ্কারে আক্রান্তের হাত থেকে নিরাপদ থাকবে।

টিকাদান কর্মকান্ড বাস্তবায়নের জন্য ডিভিশনাল কো-অর্ডিনেটর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হেল্থ অফিসার ইউনিসেফ, সার্ভিল্যন্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বিক সহযোগিতা করবেন। এছাড়াও সিটি করপোরেশনের ইপিআই সুপারভাইজার এবং ভ্যাকসিনেটর সুপারভাইজারগণ নিজ নিজ কার্যক্ষেত্রে এসকল কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন।

(এস/এসপি/মে ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test