E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে যানবাহন চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

২০২২ মে ১৯ ১৩:৫০:৪৪
নারায়ণগঞ্জে যানবাহন চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান, সিএনজি, ব্যাটারিচালিত ইজিবাইক চোর, ছিনতাইকারী, অপহরণকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এছাড়া ২টি পিকআপ ভ্যান উদ্ধার ও ৫টি চোরাই গ্যারেজের সন্ধান পাওয়া গেছে বলে জানায় পিবিআই।

আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন- সোনারগাঁও থানাধীন আনন্দ বাজার এলাকার মৃত আব্দুল সিল্কিক ভান্ডারীর ছেলে কালাম ভান্ডারী (৩৫), কুমিল্লা জেলার তিতাসের নাগেরচর এলাকার বিপনের ছেলে মো. রায়হান (৩০), কিশোরগঞ্জ জেলার যুগিরকান্দার মৃত কাজী মিয়ার ছেলে হাসান আহম্মেদ(৩২), সোনারগাঁও থানাধীন বারগাও এলাকার নৃত মোক্তার হোসেনের ছেলে মো. ফারুক (২৭), সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকার হিরন ভূঁইয়ার ছেলে মো. সুমন (৩০), ডেমরার মজি রহমানের ছেলে মনির হোসেন (২৭)।

তাদেরকে ১৮ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁও, রূপগঞ্জ ও ঢাকা ডেমরার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তি এবং সোর্সদের সহায়তায় ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ৬ সদস্যকে আটক করা হয়।

এরআগে মামলার বাদী তরিকুল ইসলাম গত ৯ মে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়া এলাকার ১ নম্বর রোডে বাদীর চায়ের দোকানের সামনে তার একটি এক্স–২ টাটা কোম্পানির পিকআপভ্যান রেখে গেলে এসে দেখেন গাড়িটি চুরি হয়ে গেছে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় করা তার মামলাটি পিবিআইয়ে স্থানান্তরিত হয়।

পিবিআই জানায়, আটককৃত আসামিরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক কাভার্ড ভ্যান, পিকআপ, অটোরিক্সা, ইজিবাইক চোর, ছিনতাইকারী, অপহরনকারী ও হাইওয়ে মহাসড়কে সংঘবদ্ধ তেল চোর চক্রের পেশাদার অপরাধী চক্র। উক্ত চক্রের আসামিদের আটক করার পর তাদের দেওয়া তথ্যমতে চুরি হওয়া দুটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। যার একটি যাত্রাবাড়ী এবং আরেকটি সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, জিজ্ঞাসাবাদে তারা প্রাথমিকভাবে পিবিআইয়ের কাছে স্বীকার করে যে, তারা প্রায় ৩ বছর যাবৎ অনুমানিক ১০০/১২০ এর বেশি ট্রাক, পিকআপভ্যান, ইজিবাইক এবং অটোরিক্সা ছিনতাই ও চুরি করেছে। তদন্তকালে ঢাকা, নারায়নগঞ্জসহ আশপাশের এলাকায় আরও ৫টি চোরাই গ্যারেজের সন্ধান পেয়েছে বলে জানায় পিবিআই।

(এমও/এএস/মে ১৯, ২০২২)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test