E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুরে শিশু রাফসানের হত্যাকারী এরশাদের আত্মহত্যা!

২০২২ মে ১৯ ১৫:২৮:৩৫
সদরপুরে শিশু রাফসানের হত্যাকারী এরশাদের আত্মহত্যা!

ইকবাল মাহমুদ হিরু, সদরপুর : ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের সতের রশি গ্রামের (পোষ্ট অফিস সংলগ্ন) চেয়ারম্যানের বাসা বাড়িতে ঢুকে রাফসান (৯) কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটায়। হামলার শিকার নিহতের মা দিলজাহান আক্তার রত্না (৪০) কে ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে যখম করে । 

গত বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে আতরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সব্রত গোলদার ও সহকারি কমিশনার (ভূামি) মোঃজিয়াউর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন, এর পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলিমুজ্জান সহ বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। নিহত রাফসান ঢেউখালী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের নবাগত জনপ্রিয় চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বয়াতির কনিষ্ঠ ছেলে।

জানা গেছে, চেয়ারম্যানের স্ত্রী দিলজাহান দুপুরের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিল। এসময় ঘাতক এরশাদ ও তার সঙ্গীদের নিয়ে ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে চেয়ারম্যানকে না-পেয়ে চেয়ারম্যানের স্ত্রী ও ছেলেকে এলোপাথারি কুপিয়ে চলে যায়। প্রতিবেশীরা গুরুত্বর অহত অবস্থায় দুজনকে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা ছেলে রাফসানকে মৃত ঘোষণা করে এবং নিহতের মাকে আহত অবস্থায় প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয় সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরে অবস্থার অবনতি ঘটলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় সদরপুর থানা পুলিশ আসামী কে ধরতে দঅভিযান অব্যাহত রাখেন। এদিকে ঘাতক এরশাদ মোল্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে আটরশি টিএনটি টাওয়ারে উপরে উঠে সেখানে থেকে লাফ দিয়ে আত্নহত্যা করে। সংবাদ পেয়ে নিহত এরশাদের লাশ সদরপুর থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে এরশাদের ছোট ভাই ইমরান মোল্যা পালিয়ে যাওয়ার সময় ভাংগা উপজেলার আব্দুল্লাবাদ বাজার মোড় থেকে জনতার হাতে ধরা পড়ে গনপিটুনীর শিকার হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভাংগা থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাতক এরশাদ বিভিন্ন সময় যৌতুকের জন্য নিজের বউকে নির্যাতন করেন। এনিয়ে এলাকার স্থানীয় গণমান্যরা বহুবার শালিস করে দিয়েছেন। এই ঘটনার কয়েকদিন পর্বে স্থানীয় গন্যমান্যদের নিয়ে চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী সালিসে বসে উভয়পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দুজনের মধ্যে খোলা তালাকের কথা বলেদেন। এই কথা শুনে মেয়ে পক্ষ বিয়ের সময় দেওয়া যৌতুক বাবদ দেওয়া চার লক্ষ টাকা দাবি করেন। পরে উপস্থিত সকল সালিশির ঔক্যমতর ভিত্তিতে ঐবৈঠকের সভাপতি চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতী অভিযুক্ত এরশাদ কে যৌতুকের টাকা ফেরত দেওয়ার আদেশ দেন। তখনই অভিযুক্ত এরশাদ এই রায় শুনে উপস্থিত সকলের সামনে চেয়ারম্যানকে বিভিন্ন হুমকি ধামকি দেন। এর পরে ঘাতক এরশাদ গত বুধবার আনুমানিক সাড়ে তিনটার সময় চেয়ারম্যান কে হত্যার উদ্দেশ্যে সে তার সঙ্গীদের নিয়ে ধারালো অস্ত্রসহ বাসায় ঢুকে চেয়ারম্যানকে না-পেয়ে চেয়ারম্যানের স্ত্রী ও ছেলেকে এলোপাথারি কুপিয়ে চলে যায়। এই হত্যার সংবাদ যখন ইউনিয়নে ছরিয়ে পরে তখন বিক্ষুব্ধ জনতা ঘাতক এরশাদ এর বাড়িতে অগ্নিসংযোগ করে এবং সংবাদ পেয়ে সদরপুর ফায়ারসার্ভিস টিম এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
তখনই শালিসকে কেন্দ্র করে জৈনক এরশাদ মোল্যা (৩৫) কে বিচার করার জের ধরে এ ঘটিনা ঘটিয়েছে বলে জানান। এদিকে ঢেউখালী ইউনিয়নের বিক্ষদ্ধ জনতা ঘাতক এরশাদ বাড়ীতে আগুন দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদরপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

এ-নিয়ে নিহত রাফসান এর পিতা ঢেউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতীর সাথে যোগাযোগ করলে তাহার পরিবারের সদস্যগন বলেন চেয়ারম্যান অসুস্থ আছেন। এদের একজন এই প্রতিবেদকে বলেন আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করি।

(আইএইচ/এসপি/মে ১৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test