E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কেশবপুরে গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

২০২২ মে ১৯ ১৮:৪৮:০০
কেশবপুরে গৃহবধূকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার গড়ভাঙ্গা বাজারে যশোর সরকারী এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের মেধাবী শিক্ষার্থী গৃহবধূ মেরিনা পারভীনের হত্যাকারী ঘাতক আনিছুর রহমান সাগর ওরফে রিপনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে এলাকার নারী-পুরুষ, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ আপামর জনগণ অংশগ্রহণ করে এ জঘন্যতম হত্যার বিচারসহ ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাবেক কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, মাউস এর পরিচালক মোসলেম উদ্দিন, সাবেক ইউপি সদস্য কবরী বেগম, মেরিনের বাবা আবুল কালাম আজাদ, শিক্ষক নাজমুল হোসেন, সনদ বস হরি, রবিউল ইসলাম, আব্দুল জলিল, জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম, বোন প্রিন্সেস বেগম প্রমুখ।

উল্লেখ্য গত ৩ মে মেরিনা পারভীনকে তার স্বামী আনিছুর রহমান সাগর ওরফে রিপন ছুরিকাঘাত করে আহত করলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ৮ দিন পর ১১ মে মারা যান।

(এসএ/এসপি/মে ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test