E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তীরসংরক্ষণ বাঁধে ধস, হুমকির মুখে যমুনা তীরবর্তী অঞ্চল   

২০২২ মে ২০ ১৪:০৭:৪০
তীরসংরক্ষণ বাঁধে ধস, হুমকির মুখে যমুনা তীরবর্তী অঞ্চল   

জামালপুর প্রতিনিধি : যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্টে তীরসংরক্ষণ প্রকল্প বাঁধের ৩০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে কুলকান্দি বাজার, শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়, দুটি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মসজিদ, বসতবাড়ি ও ফসলি জমি।

ভারতের আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। এ ডাম্পিং অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার বিকেল থেকে কুলকান্দি ইউনিয়নের হার্ডপয়েন্ট এলাকার ৩০ মিটার অংশে ধস দেখা দেয়। ভাঙন অব্যাহত থাকলে যমুনার তীরবর্তী কয়েক কিলোমিটার অঞ্চলের ফসলি জমিসহ সরকারি বেসরকারি স্থাপনা নদীগর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ভারতের আসাম ও মেঘালয়ে ভারি বৃষ্টিপাতের কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে ইসলামপুরের কুলকান্দি হার্ডপয়েন্টে যমুনা নদী তীররক্ষা বাঁধের ৩০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙন প্রতিরোধে গতকাল থেকেই জিও ব্যাগ ডাম্পিং শুরু হয়েছে। জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত থাকবে। এ ব্যাপারে আমরা সজাগ আছি।

উল্লেখ্য, প্রমত্তা যমুনার ভাঙন প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ফুটানী বাজার থেকে সরিষাবাড়ি উপজেলার পিংনা পর্যন্ত ৩টি পয়েন্টে ৪৫৫ কোটি টাকা ব্যয়ে ১৬ দশমিক ৫৫ কিলোমিটার যমুনার বাম তীরসংরক্ষণ প্রকল্প বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।

(আরআর/এএস/মে ২০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test