E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে আন্তর্জাতিক চা দিবস পালিত

২০২২ মে ২১ ১৫:৪৫:১৩
গৌরীপুরে আন্তর্জাতিক চা দিবস পালিত

গৌরীপুর প্রতিনিধি : ‘মাদক ছাড়ুন, চা ধরুন’ এই শ্লোগানে মাদকবিরোধী প্রচারণার মাধ্যমে ময়মনসিংহের গৌরীপুরে আন্তর্জাতিক চা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ মে) হারুণ টি হাউজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হারুন টি হাউজের স্বত্বাধিকারী হারুন মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চা প্রেমীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্র শেষে আলোচনায় অংশগ্রহণ করেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফুর, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ এমদাদুল হক, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর গণপাঠাগার এর অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আমিরুল মোমেনীন, সার্ড গৌরীপুর শাখার ব্যবস্থাপক আব্দুল বাসেদ, বাংলাদেশ মানবাদিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো: রইছ উদ্দিন, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, উদীচীর সহ-সভাপতি আরিফ আহম্মেদসহ এলাকার চাপ্রেমী লোকজন।

গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু বলেন, ‘উপজেলায় অনেক চা বিক্রেতা থাকলেও হারুন ব্যতিক্রম কাজের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছে। আন্তর্জাতিক চা দিবসে মাদক ছেড়ে চা ধরার যে আহ্বান হারুন জানিয়েছে সেটা প্রশংসনীয়’।

চা বিক্রেতা মোঃ হারুন মিয়া বলেন, ‘মাদক মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু চা পানের অনেক উপকারিতা আছে। চা ছাড়া যেমন আড্ডা জমে না, তেমনি ক্লান্তি দূর করতে এককাপ চায়ের তুলনা হয় না। আমার মত ক্ষুদ্র মানুষের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা অনুষ্ঠানে এসেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রসঙ্গত, মোঃ হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের সতিষা এলাকায়। পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান দিয়ে পরিবারের হাল ও ছোট বোনের পড়াশোনার খরচ চালান তিনি। চা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে হারুন নিজেও চলতি বছর উন্মুক্ত বিশ^বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন।

(এস/এসপি/মে ২১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test