E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ৭১'র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

২০২২ মে ২১ ২০:৫৫:০২
সাতক্ষীরায় ৭১'র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ৭১’র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শহরের কাটিয়া আমতলা মোড়ের মাঠপাড়া সড়কে মানবাধিকার ও উন্নয়ন সংগঠন স্বদেশ'র হলরুমে সংগঠনের সভাপতি সাবেক অধ্যক্ষ আহবায়ক সুভাষ সরকারের সভাপতিত্বে আলোচনায় বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট ফাহিমুল হক কিসলু, সদস্য অধ্যক্ষ আশেক ই এলাহী, মাধব চন্দ্র দত্ত, অধ্যাপক ইদ্রিস আলী, স্বপন কুমার শীল, ইকবাল লোদী, শিবপদ গাইন, পাল শুভাশীষ, আশরাফ সরদার, আবদুল্লাহ বিশ্বাস প্রমুখ|।

সভায় বক্তারা সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে দীনেশ কর্মকারের বসতভিটায় পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের শিকার শহিদের স্মরণে বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের জোর দাবি জানান।

এছাড়া নেতৃবৃন্দ জেলার সব উপজেলার বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণে দাবি জোরদার করতে ও বাস্তবায়ন করতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের সহযোগিতা কামনা করেন।

(আরকে/এএস/মে ২১, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test