E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে অধ্যক্ষ মাহবুবুরের অপসারণ দাবি

২০২২ মে ২২ ১৮:২৭:৩৭
কালীগঞ্জে অধ্যক্ষ মাহবুবুরের অপসারণ দাবি

শোভন সাহা, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সাথে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারকে জড়িয়ে কুচক্রি মহলের ভূয়া, ভিত্তিহীন, মিথ্যা অপপ্রচার গুজব রটানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।

রবিবার (২৩ মে) সকালে কলেজ গেটের সন্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে কলেজের শিক্ষক সুব্রত নন্দীসহ বক্তাগন বলেন, অত্র কলেজের বিভিন্ন খাতে দুর্নীতির দায়ে অভিযুক্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান ষড়যন্ত্রমূলক একের পর এক কলেজের শিক্ষকদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করছেন। একইভাবে তিনি কলেজের সাথে জড়িয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনারের নামেও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত রয়েছেন। এ কারনে সু-প্রতিষ্ঠিত অত্র কলেজটির ভাবমূর্তি নষ্ট হতে চলেছে।

বক্তাগন আরো বলেন, সাংসদ আনারের একান্ত প্রচেষ্টায় আজ অত্র কলেজটি সরকারি করণের মুখ দেখেছে। সেই মানুষটিকে নিয়ে যারা নোংরা খেলায় মেতেছেন তাদের বিরম্নদ্ধেই আমরা সোচ্চার হয়েছি।

ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেওয়া শত শত শিক্ষক শিক্ষার্থীরা জানায়, অধ্যক্ষ মাহবুবার রহমান কলেজের অর্থ তছরুপের দায়ে বরখাস্ত হয়েছিলেন। এ কারণে প্রতিহিংসা পরায়ন হয়ে তিনি অত্র কলেজের শিক্ষকদের নামেও মিথ্যা খাতা চুরির মামলা পর্ষন্ত করেছেন। আমরা তার অপসারণ চাই। এদিকে কালীগঞ্জের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠকে নিয়ে নোংরা রাজনীতির মূল হোতা অধ্যক্ষ মাহবুবুর রহমানকে অপসারণের দাবী জানিয়েছে নাগরিক সমাজ ও সুধীজনেরা।তাকে দ্রুত অপসারণ করে কলেজের শিক্ষার পরিবেশ স্বাভাবিক করারও দাবী জানান তারা।

কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহাতাব উদ্দীন ডিগ্রি কলেজকে অচলায়তন করে রেখেছে এই অধ্যক্ষ।নিজের অনিয়মদুর্নিতী লুকানোর জন্য সাংসদ আনোয়ারুল আজিম আনার মহোদয়ের নামে অপপ্রচারে লিপ্ত হয়েছেেন তিনি।আমরা চাই এই শিক্ষা প্রতিষ্ঠানের অচলায়তন ভাঙতে দ্রুত অধ্যক্ষ মাহবুবুরকে অপসারণ করতে হবে।

(এস/এসপি/মে ২২, ২০২২)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test