E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে গেল প্রতিবন্ধী গোলাম রসুলের শেষ সম্বল

২০২২ মে ২২ ১৯:১১:৪৬
কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে গেল প্রতিবন্ধী গোলাম রসুলের শেষ সম্বল

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জের পৌর এলাকার আনন্দবাগ গ্রামের প্রতিবন্ধী গোলাম রসুলের দোকানের উপর কড়ইগাছ পড়ে দোকানটি সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। দোকানী গোলাম রসুল অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন দোকানে উপস্থিত থাকা ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চুন্নুসহ ৪ জন।

প্রতিবন্ধী গোলাম রসুল ঐ গ্রামের আমজাদ আলীর ছেলে। গ্রামের বাড়ির পাশে একটি টোং দোকান বসিয়ে চা পানের ব্যবসা করে কোন রকম তার সংসার চলছিল। নিয়তির খেলায় গতকাল শনিবার হঠাৎ কালবৈশাখীর তাণ্ডবে দোকানের পাশে থাকা বৃহৎ কড়ই গাছটি উপড়িয়ে দোকানের উপর পড়ে। তছনছ হয়ে যায় দোকানটি। গ্রামবাসী দোকানের তলা থেকে উদ্ধার করে তাদেরকে।

উল্লেখ্য, গত ২০১৭ সালে পায়ে গ্যাংগ্রিস দেখা দিলে অধ্যাপক ডা. আব্দুস সালামের তত্বাবধানে থেকে প্রাইম অর্থোপেডিক জেনারেল হাসপাতাল ঢাকাতে তার বাম পা হাটুর উপর থেকে কেটে ফেলতে হয়। এরপর থেকে অভাবের সংসার চলে চা বিক্রি করে। দোকানের উপর গাছ পড়ে সবকিছু শেষ হয়ে যাওয়ায় এখন সে হতাশ। কিভাবে চলবে তার সংসার। সরকারি সহযোগিতা ও বিত্তবানরা এগিয়ে আসবে এমনটাই সর্বহারা প্রতিবন্ধি গোলাম রসুলের প্রত্যাশা।

(একে/এএস/মে ২২, ২০২২)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test