E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কোষ্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর

২০১৪ এপ্রিল ২৬ ২৩:৩৮:২৪
কোষ্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাদক ব্যবসায়ী ও কোষ্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত ৩ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল থেকে এসব মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয় পুলিশ।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ৩ জনের মৃতদেহ তাদের স্ত্রী গ্রহণ করেছে।

এর মধ্যে টেকনাফের শাহপরীরদ্বীপের মিস্ত্রীপাড়ার মোহাম্মদ হোসেনের পুত্র আমিন মাঝি (৪৫) এর মৃতদেহটি গ্রহণ করেন তার স্ত্রী রশিদা।

মহেশখালীর গোরকঘাটা এলাকার মৃত গণি মিয়ার পুত্র মোহাম্মদ কালু (৪৫) এর মৃতদেহটি গ্রহণ করেন তার স্ত্রী রশিদা।

কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়া মিয়ানমারের মংডু শহরের লন্দাখালী এলাকায় নুর হোসেনের পুত্র জহির আহমদ (৩৫) এর মৃতদেহ গ্রহণ করেন তার দ্বিতীয় স্ত্রী কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় বসবাসকারি সেতারা আকতার।

এর আগে এ ঘটনায় নিহত ৩ জন ও আটক ৫ জন সহ ১৫ জনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার ভোর ৫ টার দিকে নাফনদীর শাহপরীরদ্বীপ মোহনায় মাদক ব্যবসায়ী ও কোষ্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধের কোষ্টগার্ডের ২ সদস্য ও কোষ্টগার্ডের ট্রলার মাঝি আহত হয়। এর বিকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদী হয়ে ৩ জনের মৃতদেহ উদ্ধার এবং গুলিবিদ্ধ একজন সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এর ঘটনার নেপথ্যে খোঁজতে গিয়ে পুলিশ এটি মাদক ব্যবসায়ী ও কোষ্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা বলে প্রমাণ পায়।

(টিটি/অ/এপ্রিল ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test