E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাবেশ

২০২২ মে ২৫ ১৫:৪৫:২৩
সাতক্ষীরায় রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে সমাবেশ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে সরকারি কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

সম্মিলিত ছাত্র জনতা সাতক্ষীরা পৌরসভার আয়োজনে বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত ছাত্র জনতার আহবায়ক ফাহিমুল হক কিসলু।

সম্মিলিত ছাত্র জনতার সদস্য শেখ আমিনুর রহমান কাজল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথমআলো স্টাফ রিপোটার কল্যাণ ব্যানার্জি, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, নাগরিক নেতা এজাজ আহম্মেদ স্বপন, সম্মিলিত ছাত্র জনতার সদস্য সচিব শেখ ফারুকুজ্জামান ডেভিড, আহছানুল কাদির স্বপন, বাংলাদেশ জাসদ সাতক্ষীরার সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমূখ।

বক্তারা বলেন, সাতক্ষীরা কেন্দ্রীয় পোস্ট অফিসের সামনে থেকে সরকারি কলেজ হয়ে পুরাতন সাতক্ষীরা রাস্তা, শহিদ রীমু সরণি থেকে সরকারি কলেজ রোড, হোস্টেল রোড, রথখোলার রাস্তাসহ পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করতে হবে। আগামি ৯ জুনের আগে পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন করা না হলে পৌরসভা চত্বরে নাগরিক অবস্থান, পৌরসভার মেয়রের ও কাউন্সিলরদের বাড়ি ঘেরার করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

(আরকে/এসপি/মে ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test