E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রদ্ধা 

২০২২ মে ২৭ ১৮:৫২:৩১
বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রদ্ধা 

গোপালগঞ্জ প্রতিনিধি : ভারতের কলকাতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রেরণা’ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে।

আজ শুক্রবার দুপুরে সংগঠনের সাধারণ সম্পাদক রবি পাল চৌধূরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রর্থনা করেন।

এ সময় প্রেরণার কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাষীষ ঘোষ, মদন পাল, চন্দ্র শেখর দাস,বাংলাদেশ সইক্লিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি এ্যাডভোকেট সানজিদা খাতুন সহ বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেরণার কার্যনির্বাহী কমিটির সদস্য চন্দ্র শেখর পাল বলেন, প্রেরণা কলকাতার বকেটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা মেধাবী শিক্ষার্থী, প্রবীণ,দুস্থদের নিয়ে কাজ করি। ঈদ, পূজা,বড়দিন সহ ধর্মীয় উৎসবের সময় উপহার সামগ্রী বিতরণ করি। প্রাকৃতিক দুর্যোগে খাদ্য,বস্ত্র সহ সব ধরণের মানবিক সহায়তা আমরা করে থাকি। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী। তিনি শৃংখল মুক্তির মহা নায়ক। তিনি বিশ্বের বঞ্চিত, শোষিত মানুষের নেতা। বইতে ও পত্র-পত্রিকায় তার আত্মত্যাগ ও সাহসিকতা সম্পর্কে পড়েছি। তাই বাংলাদেশ সফরে এসে তাঁর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পেরে আমরা ধন্য ।

(টিকেবি/এসপি/মে ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test