E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিজয়ের ময়দানে রাণীশংকৈল’ বইয়ের মোড়ক উন্মোচন

২০২২ মে ৩০ ১৭:৩০:১৪
‘বিজয়ের ময়দানে রাণীশংকৈল’ বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ,"বিজয়ের ময়দানে রাণীশংকৈল" বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটিতে মুক্তিযুদ্ধকালিন ৬৭ জন বীর মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে আনা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আনুষ্ঠানটি পরিচালিত হয়।

বইয়ের মোড়ক উন্মোচনের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

তিনি বলেন, ইতিহাস আমাদের সংরক্ষণ করতে হবে। যে সকল মুক্তিযোদ্ধাগন যুদ্ধ করেছেন উনাদের কাছ থেকে পাওয়া তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এটি একটি অনেক বড় কাজ। রানীসংকৈল উপজেলা প্রশাসন এই কাজটি করেছেন।

বইটির সম্পাদকীয় থেকে পাওয়া যায়, বইটিতে রানীসংকৈলের কয়েকজন বীরাঙ্গনার যুদ্ধকালীন নির্যাতনের ঘটনা রয়েছে। যুদ্ধে যাওয়ার পেক্ষাপট যুদ্ধকালীন ঘটনা, যুদ্ধকালীন পারিবারিক যন্ত্রণা ও নির্যাতন, যুদ্ধ থেকে ফিরে আসার পর পারিবারিক সদস্যাদের অনুভূতি ও স্বাধীন বাংলাদেশ কিভাবে দেখতে চান। এই পাঁচটি বিষয়ের উপর ৬৭ জন বীর মুক্তিযোদ্ধার লেখা নিয়ে বইটি প্রকাশ করা হয়েছে।

বইটি পাঠ করার মাধ্যমে আগামী প্রজন্ম ভাল ধারনা পাবে বলে আশা প্রকাশ করেছেন সম্পাদক।

বইটি সম্পাদনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, আলীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ, পৌর আলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম,

এছাড়াও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,আতিকুর রহমান বকুল,শরৎচন্দ্র রায়।বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান শেষে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের হাতে বইটি তুলে দেওয়া হয়।

(এই/এএস/মে ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test