E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেশাজাতীয় ওষুধ সেবনে প্রাণ গেল দু’জনের

২০২২ জুন ০১ ১৮:৩৬:৪৯
নেশাজাতীয় ওষুধ সেবনে প্রাণ গেল দু’জনের

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে নেশাজাতীয় ওষুধ খেয়ে ইমরান হোসেন (৪০) ও হাফিজুর কসাই (৬০) নামে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে উবায়দুর (৩২) ও রবিদাস (৩৪) নামে আরও দুই ব্যক্তি। ঘটনাস্থল থেকে 'বোরাক্স কিউ' নামীয় একটি হোমিওপ্যাথিক সিরাপের খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।

খবর পেয়ে বুধবার (১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, মডেল থানার ওসি মুহাম্মদ মাহবুবুল হক, ওসি তদন্ত আরশেদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে নেশা জাতীয় ওষুধ বিক্রেতা ফার্মেসিগুলো বন্ধ রয়েছে।

নিহত ইমরান হোসেন মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মৃত আমিনুরের ছেলে এবং হাফিজুর কসাই মৃত আয়েন সোনারোর ছেলে।

চরপাকেরদহ ইউনিয়ের চেয়ারম্যান বদরুল আলম সর্দার জানান, মঙ্গলবার রাতে চারজন একসাথে তেঘরিয়া বাজারের ফার্মেসি থেকে
নেশাজাতীয় ওষুধ কিনে সেবন করে। সেবনের পর যে যার বাড়িতে চলে যায়। রাত আনুমানিক ২টার দিকে তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ অবস্থায় চারজনকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরান ও হাফিজুর কসাইয়ের মৃত্যু নিশ্চিত করে। বাকি দুজন উবায়দুর ও রবিদাসকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জোনারেল হাসপাতালে পাঠানো হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে দুপুরে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি থেকে 'বোরাক্স কিউ' নামীয় একটি হোমিওপ্যাথিক খালি বোতল উদ্ধার করা হয়েছে।

(আরআর/এসপি/জুন ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test