E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহ পৌরসভা নির্বাচন : প্রার্থিতা হারালেন নৌকার প্রার্থী

২০২২ জুন ০২ ২০:৪০:০৩
ঝিনাইদহ পৌরসভা নির্বাচন : প্রার্থিতা হারালেন নৌকার প্রার্থী

ঝিনাইদহ প্রতিনিধি : স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারে হামলার ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বাতিল করা হয়েছে নৌকার মেয়র প্রার্থীর প্রার্থিতা।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়েছে।

তাতে বলা হয়েছে, গত ১৮ মে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর, বুধবার সন্ধ্যায় শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকায় কাইয়ূমের নির্বাচনে প্রচারে হামলা করে নৌকার প্রার্থী খালেকের সমর্থকরা। এর আগে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখা চাওয়ার পর তিনি ক্ষমা প্রার্থনা করেন। তারপরও তার সমর্থকরা হামলা চালায়। এ কারণে খালেকের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ঘোষণার পর থেকে বন্ধ হয়ে গেছে খালেকের নির্বাচনি প্রচার।

ঝিনাইদহ পৌরসভায় ভোট হবে আগামী ১৫ জুন। মেয়র হতে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এখন নৌকার প্রার্থীর অনুপস্থিতিতে মেয়র পদে পেতে লড়বেন ৩ জন।

(একে/এএস/জুন ০২, ২০২২)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test