E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে কাজী আকবর উদ্দিন ছিদ্দিক এমপি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০২২ জুন ০৪ ১৩:২৩:২৯
নবীনগরে কাজী আকবর উদ্দিন ছিদ্দিক এমপি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য কাজী আকবর উদ্দিন ছিদ্দিক স্মরণে T10 গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর শিবির মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় শাহবাজপুর বন্ধু মহল ক্রিকেট একাদশকে হারিয়ে সার্জেন্ট মুজিবুর রহমান ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

এ উপলক্ষে শ্রীরামপুর শিবির মাঠ সংলগ্ন সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়জুর রহমান বাদল 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন।

এসময় আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মাঝেও বিভিন্ন শুভেচ্ছা স্মারক ও উপঢৌকন তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্যোক্তা, মরহুম কাজী আকবর উদ্দিন ছিদ্দিক এমপির পুত্র, কাজী জহির উদ্দিন ছিদ্দিক টিটো।

স্থানীয় বাচিকশিল্পী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর থানার ইন্সপেক্টর তদন্ত নূরে আলম, উপজেলা আওয়ামীলীগের দুই সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব ও সহকারি অধ্যাপক ইয়াবের হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি আবদুর রহমান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জিএস খাইরুল আমীন, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান কাজী জাকি উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক সুভাষ সাহা, দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, যুবলীগের কেন্দ্রীয় নেতা আলামিনুল হক, সাবেক যুবলীগ সেক্রেটারী হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগ সভাপতি সামস আলম, সেক্রেটারী আশরাফুল ইসলাম রিপন, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল রোমান, সাবেক ছাত্রলীগ সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন বাবু, মাদকমুক্ত সংগঠনের সেক্রেটারী ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ প্রমুখ।

সাবেক এমপি ফয়জুর রহমান বাদল প্রয়োজনে পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে খেলাধূলা নিয়ে এ ধরণের আয়োজন আরও বেশী বেশী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

(জিডিএ/এএস/জুন ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test