E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলমের মৃত্যুবার্ষিকী

২০২২ জুন ০৯ ১৩:১৯:০৭
নবীনগর আওয়ামীলীগের সাবেক সভাপতি মাহবুবুল আলমের মৃত্যুবার্ষিকী

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শাখা আওয়ামীলীগের সাবেক সভাপতি জননেতা প্রয়াত মাহবুবুল আলমের ১৪তম মৃত্যুবার্ষিকী ১০ জুন  শুক্রবার।

নবীনগরে আওয়ামীলীগের রাজনীতিতে একজন ত্যাগী, সৎ, সজ্জন মানুষ খ্যাত এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত আদর্শবান নেতা হিসেবে সকল মহলে সুপরিচিত প্রয়াত মাহবুবুল আলম ১৯৪৮ সালের ২১ অক্টোবর নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ১০ জুন উপজেলা সদরের আদালত পাড়ায় অবস্থিত নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি ১৯৬৪ সালে নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় থেকে মেট্রিক, ১৯৬৭ ও ’৬৯ সালে ভৈরব হাজী আসমত কলেজ থেকে আই,কম এবং বি,কম পাশ করেন।

ছাত্রজীবনে তিনি ১৯৬২ সালের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে চলমান আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে ১৯৬৪ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজে ভর্তি হন। তবে ১৯৬৫ সালে ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে পুনরায় ভৈরব আসমত আলী কলেজে ফিরে যান। সেখানে ভর্তি হয়েই ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।

১৯৬৫ সালে ভৈরব হাজী আসমত আলী কলেজ ছাত্রলীগের সদস্য, ৬৮ সালে সহ-সভাপতি এবং ৬৯' সালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন।

পরে ১৯৭০ সালে তিনি তাঁর জন্মভূমি নবীনগর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হওয়ার পর নবীনগরে আওয়ামীলীগের রাজনীতিতে যুক্ত হন।

ছাত্রলীগের পর সেসময় ১৯৭২-৭৩ সালে নবীনগর থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য পদে মনোনীত হন।

তবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৬ সালের ৩১ ডিসেম্বর জরুরী আইনে আবারও গ্রেপ্তার হন এবং ৭৭ সালের ২৮ মে জেল থেকে মুক্তি পান। এরপর ১৯৭৯ সালে নবীনগর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তবে ১৯৮২ সালের ২২ জুন তিনি তৃতীয়বারের মতো আবারও গ্রেপ্তার হন এবং ৮৩ সালের ১৭ মার্চ মুক্তি লাভ করেন। ১৯৮১ সালে নবীনগর থানা কৃষক সমবায় সমিতির সভাপতি ও ৮৫'সালে ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের সহ-সভাপতি নির্বাচিত হন।

জননেতা মাহাবুবুল আলম ১৯৮৪ সালে নবীনগর থানা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও পরবর্তীতে ১৯৯২ সালে নবীনগর উপজেলা আওয়ামীলীগের 'সভাপতি' নির্বাচিত হন। এছাড়াও তিনি রাজনীতির পাশাপাশি বিভিন্ন মেয়াদে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় ও ইচ্ছাময়ী বালিকা উচ্চ দ্যিালয়ের ম্যনেজিং কমিটিতে একাধিকার নির্বাচিত সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

জননেতা মাহাবুব আলমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 'মাহবুবুল আলম স্মৃতি সংসদ'র উদ্যোগে এবছরও ১০ জুন শুক্রবার বিকেল ৩-টায় তাঁর জন্মভূমি নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে স্থানীয় দাখিল মাদ্রসা প্রাঙ্গণে এক 'স্মরণ সভা ও দোয়া মাহফিল'র আয়োজন করা হয়েছে।

এদিকে এ স্মরণ অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি ভিপি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান।

(জিডিএ/এএস/জুন ০৯, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test