E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গণমাধ্যমকর্মী আব্দুল বারির হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২০২২ জুন ১০ ১৪:৫৪:২০
গণমাধ্যমকর্মী আব্দুল বারির হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি’র প্রযোজনা নির্বাহী, সিরাজগঞ্জের সন্তান আব্দুল বারিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মিরা।

শুক্রবার সকালে শহরের প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচিটি পালন করা হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, প্রেসক্লাবে সহ সভাপতি ইসরাইল বাবু, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার সরকার,প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনর রশিদ হাসান,চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি হীরকগুন, জিটিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি জিন্না ফারুক, বাংলা নিউজ এর জেলা প্রতিনিধি স্বপন চন্দ্র দাস, ডিবিসি’র সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, কামারখন্দ প্রেসক্লাবের সভাপতি দুলাল আহমেদ, রায়গঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মোনায়েম খান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল, সলংঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহআলী জয়,পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তেশ কানু, বৌদ্ধ ঐক্য পরিশোধের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, শিয়ালকোল ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করে কলম থামিয়ে রাখা যাবে না, আবদুল বারীকে যেখানে হত্যা করা হয়েছে সেখানে সিসি ক্যামেরার আওতায় থাকলেও আজ ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখনও হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। তাই অতিবিলম্বে পুলিশ প্রশাসন যদি আসামীদের চিহ্নিত করে গ্রেফতার করতে না পারে তাহলে আমার সারাদেশে কঠোর কর্মসূচী ডাকবো।

আরও বলেন আব্দুল বারী ছিলেন তার পরিবারের একমাত্র আয় উপার্যন কারি, তাকে হত্যা করাতে তার পরিবার হয়ে পড়েছে নিঃস্ব,তাই সরকারের পক্ষ থেকে তার পরিবারের আর্থিক ক্ষতি পূরণ দিতে হবে এবং হত্যাকারিদের দ্রুত গ্রেফতার করে বিচার আওতায় আনার দাবি জানান৷

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সকল সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত বুধবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি’র প্রযোজনা নির্বাহী আব্দুল বারির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের রাতের কোন এক সময় তাকে নৃশংসভাবে হত্যা করে অজ্ঞাত দুর্ব্যত্তরা। পরে বৃহস্পতিবার আব্দুল বারিকে তার জন্মভূমি সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাতিতে দাফন করা হয়

(এইচআই/এস/এএস/জুন ১০, ২০২২)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test