E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় পিটুনিতে বিদ্যুৎকর্মী নিহত

২০২২ জুন ১১ ১৭:১৭:১৮
বগুড়ায় অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় পিটুনিতে বিদ্যুৎকর্মী নিহত

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে নিহত হয়েছেন আব্দুল হান্নান (৪২) নামে এক বিদ্যুৎকর্মী। একই ঘটনায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)সহ আরও পাঁচজন আহত হয়েছেন। 

শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়েরপুকুর বন্দরে শুক্রবার (১১ জুন) দিবাগত রাত দুটার দিকে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবৈধ সংযোগ গ্রহণকারী আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, নিহত আব্দুল হান্নান বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির পীরব সাব-জোনাল অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির একই কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাকিবুজ্জামান এবং লাইনম্যান পিন্টু প্রামাণিক, বিকাশ চন্দ্র, ফারুক হোসাইন ও আজিজুল হক।

পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আব্দুর রহিম জানান, আবু সাঈদ তার বাড়ির মিটার থেকে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে ডিস ব্যবসা করে আসছিলেন। এ খবর পেয়ে পীরব পল্লী বিদ্যুৎ অফিসের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাকিবুজ্জামান লোকজন নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে যান। বিদ্যুতের লাইন কেটে মিটার নিয়ে আসার সময় আবু সাঈদ ও তার ছেলে সোহেল রানা সবুজের নেতৃত্ব ৪০ থেকে ৫০ জন তাদের ঘিরে ফেলে। তারা বিদ্যুৎ অফিসের লোকজনকে লাঠিসোঁটা দিয়ে মারপিটের এক পর্যায়ে পল্লী বিদ্যুতের অফিস সহকারী আব্দুল হান্নান আহত হন। এরপর মারপিটের শিকার বিদ্যুৎ অফিসের লোকজনকে ইউনিয়ন পরিষদে আটকে রাখা হয়। সংবাদ পাওয়া মাত্র শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারপিটে আহত আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক কুমার দাস জানান, ঘটনাস্থলে রাতেই পুলিশ অভিযান চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(এআর/এসপি/জুন ১১, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test