E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খোকশাবাড়িতে বিপুল নারী ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন 

২০২২ জুন ১৫ ১৫:১২:২২
খোকশাবাড়িতে বিপুল নারী ভোটারের উপস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন 

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতিতে খোকশবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ইউনিয়নের দশটি কেন্দ্রে। ৭০ টি ভোট কক্ষের ১৯ হাজার ৫৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন । এরমধ্যে পুরুষ ৯৯০৪ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৯৬৬৯ জন।

ইউনিয়নে চেয়ারম্যান পদে নয়জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য পদে ২০ জন এবং সাধারণ সদস্য পদে ৪১জন প্রতিদ্বন্ধিতা করছেন। দলীয় ভাবে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে প্রশান্ত রায় নৌকা এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে নাইমুর রহমান হাতপাখা প্রতিকে অংশ নিচ্ছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাসুদ রানা মাসুম, শশধর রায়, তহিদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, মাসুদ রানা সাবদের, আশফাউদৌলা সিদ্দিক খোকন ও পঞ্চজ কুমার রায়।

এদিকে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্নে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে রিটার্নিং অফিসারের কার্যালয়।

নির্বাচনী দায়িত্ব পালনে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় তিন স্তুরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার আফতাব উজ জামান বলেন, প্রতিক বরাদ্দের পর থেকে নির্বিঘে প্রচার প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। আচরণ বিধি লংঘনের কোন অভিযোগ পাইনি আমরা। সুষ্ঠু পরিবেশে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আমি মনে করি।

তিনি বলেন, দশটি কেন্দ্রের মধ্যে পাঁচটি গুরুত্বপুর্ন এবং পাঁচটি সাধারণ কেন্দ্র হিসেবে চিহিৃত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতি কেন্দ্রে পুলিশ আনসারসহ ২৩ জন করে দায়িত্ব পালন করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, যেহেতু এবারই প্রথম ইভিএম-এ ভোট হচ্ছে সেকারণে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং ভোটারদের মগ ভোটিং এর মাধ্যমে ইভিএম এ ভোট দেয়ার কৌশলও দেখানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বলেন, শান্তিপুর্ণ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্নে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ছাড়া কোন ব্যক্তি মোবাইল ফোন করতে পারবে না।

প্রসঙ্গত ২০১১ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো এই ইউনিয়নে। নীলফামারী পৌরসভার সাথে সীমানা জটিলতার কারণে আদালতে মামলা থাকায় ভোট হয়নি এতোদিন ।

সকাল সাড়ে নয়টায় খোকশাবাড়ি এমইউ (মনির উদ্দীন) উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেখা গেছে নারীদের দীর্ঘ লাইন। এই কেন্দ্রে খোকশাবাড়ি দোলা পাড়ার বাসিন্দা জবান উদ্দীন (৩৭) ভালো ভাবে ভোট প্রদান করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। একই ইউনিয়নের সরকার পাড়ার বিমল চন্দ্র রায় এবার প্রথম ইভিএম-এ দিতে পেরে খুশি, সিরাজুল ইসলাম (৪০) নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সুর জুম্মাপাড়ার ইব্রাহীম আলীর (৭৫) কন্ঠে।

সকাল ১০টায় খোকশাবাড়ি সন্যাসীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা গেলো নারী-পুরুষের দীর্ঘ লাইন। এই কেন্দ্রে শাবলী পাড়ার বাবুল মোল্লা সহজ ভাবে ভোট দিতে পেরে তিনি খুশি । সাড়ে দশটায় উত্তর রাম কলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেলো নারী-পুরুষের দীর্ঘ লাইন ।

(ওকে/এসপি/জুন ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test