E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৮ জুন বর্ধিত সভা

নবীনগরে ২০ বছর পর ওয়ার্ড আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত

২০২২ জুন ১৬ ১৬:০৪:৫৪
নবীনগরে ২০ বছর পর ওয়ার্ড আ. লীগের সম্মেলন অনুষ্ঠিত

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ২০০২ সালে সর্বশেষ সম্মেলন হওয়ার দীর্ঘ ২০ বছর পর এবার ঘটা করে সম্মেলন হল আওয়ামীলীগের একটি ওয়ার্ড কমিটির। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায়। গতকাল ১৫ জুন স্থানীয় ৫ নং ওযার্ডের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে দলটির ওই ওয়ার্ডের স্থানীয় নেতা কর্মীদেরকে আবারো বেশ উৎফুল্লু ও চাঙ্গা হতে দেখা গেল।

জানা গেছে, আসন্ন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে নবীনগর পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সবকটি ওয়ার্ডে সম্মেলন করার সিদ্ধান্ত নেয় দলটির স্থানীয় নীতি নির্ধারকেরা। সেই মোতাবেক গতকাল বুধবার বিকেলে নবীনগর পৌর আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের (আলিয়াবাদ ও মাঝিকাড়া) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদ মিয়ার সভাপতিত্বে এই ত্রিবার্ষিক সম্সেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ফয়জুর রহমান বাদল বলেন, 'আগামি জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় দলকে ক্ষমতায় আনতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। সেজন্য আমাদেরকে এখন থেকেই তৃণমূলের প্রতিটি কমিটিতে বঙ্গবন্ধুর সত্যিকারের ত্যাগী ও আদর্শিক নেতৃবৃন্দকে স্থান দিতে হবে। সেজন্য সম্সমেলনের মাধ্যমে সবগুলো কমিটি ত্যাগী নেতাদেরকে দিয়েই গঠন করতে হবে।'

এসময় সম্মেলনের উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ নসু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান ও মোস্তফা জামাল, সাংগঠনিক সম্পাদক ও নবীনগর পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম সফিক, ভিপি মোশারফ হোসেন, ভিপি আব্দুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুক্কুর খান , যুগ্ম সাধারণ সম্পাদক জিএস হাজ্বী খাইরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সভা পরিচালনা করেন নবীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন।

সভা শেষে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, 'সর্বশেষ ২০০২ সালে এই ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এখন থেকে পৌর এলাকার বাকী সম্মেলন গুলোও ইনশাল্লাহ দ্রুত শেষ করা হবে। সেজন্য আমাদের প্রিয় নেতা সংগ্রামী সভাপতি ফয়জুর রহমান বাদল ভাইয়ের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।"

উল্লেখ্য, গতকালের ৫ নং ওয়ার্ডের সম্মেলন উপলক্ষে স্থানীয়ভাবে সাতজন সভাপতি প্রার্থীর নাম শুনা গেলেও, সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে তেমন কারও নাম শোনা যায়নি।

তবে ২/১ দিনের মধ্যেই ৫ নং ওয়ার্ডের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্সবাচন করা সহ সত্যিকারের ত্যাগী ও আদর্শিক নেতাদের সমন্বয়েই একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও সংষ্লিষ্টরা এ প্রতিবেদককে জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামি ১৮ জুন নবীনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা ডাকা হয়েছে।

(জিডিএ/এসপি/জুন ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test