E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৬ জুলাই 

২০২২ জুন ১৮ ১৮:৪৫:১০
নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ১৬ জুলাই 

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের 'বিশেষ বর্ধিত সভা' অনুষ্ঠিত হয়েছে। প্রায় চার ঘন্টা ধরে চলা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত ওই বিশেষ বর্ধিত সভা থেকে সর্বসম্মতভাবে আগামি ১৬ জুলাই নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার (আজ) দুপুর ১২ টায় নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বহুল প্রত্যাশিত ওই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র,আ,ম রবিউল উবায়দুল মোক্তাদির চৌধুরী।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জালালের পরিচালনায় ওই বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কসবার সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী মন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক দৈনিক তিতাস কণ্ঠের সম্পাদক মো. সৈয়দ মিজানুর রহমান, সদস্য শাহ আলম, নবীনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খান, জেলা আওয়ামীলীগের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার জাকির আহাম্মদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান প্রমুখ।

বিশেষ ওই বর্ধিত সভার শুরুতেই মিলনায়তনে উপস্থিত স্থানীয় আওয়ামীলীগের সঙ্গে সংশ্লিষ্ট কেবল আমন্ত্রিত সদস্যবৃন্দ ছাড়া অন্য সবাইকে হল রুমটি খালি করে দেয়ার জন্য কঠোরভাবে নির্দেশনা দেন সভার প্রধান অতিথি।
এরপর আওয়ামীলীগের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা ব্যতীত দলটির অঙ্গ সংগঠনের সবাই হলরুম থেকে বেরিয়ে গেলে রুদ্ধদ্বার কক্ষে বর্ধিত সভা শুরু হয়।

প্রায় চারঘন্টা ধরে চলা ওই বিশেষ গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের বেশ কয়েকজন সিনিয়র নেতা ছাড়াও উপজেলার ২১ টি ইউনিয়ন ও পৌর আওয়ামীলীগের একাধিক নেতৃবৃন্দ দলটির বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক কর্মকান্ড জেলার নেতৃবৃন্দের কাছে খোলামেলাভাবে তুলে ধরেন।

এ সময় বক্তারা আগামি জাতীয় সংসদ নির্বাচনে জাতির জনকের হাতেগড়া গণমানুষের রাজনৈতিক দল খ্যাত আওয়ামীলীগকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ও বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আসন্ন সম্মেলনে দলে অনুপ্রবেশকারী হাইব্রীডদের বাদ দিয়ে বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সত্যিকারের ত্যাগী ও আদর্শিক নেতৃবৃন্দকে উপজেলা আওয়ামীলীগের নতুন মূল কমিটিতে নিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

পাশাপাশি সম্মেলনের আগেই উপজেলার সবগুলো ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোতেও দলের ত্যাগী ও আদর্শিক নেতাদের সমন্বয়ে সকল কমিটি গঠন করার জন্য জোর দাবি জানান।

পরে বর্ধিত সভায় সর্বসম্মতভাবে আগামি ১৬ জুলাই নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, নবীনগরে আওয়ামীলীগের সম্মেলন করার লক্ষে সম্প্রতি নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিমকে আহবায়ক করে নয় সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

এরপর দলটির বিক্ষুব্ধ স্থানীয় নেতা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে দলটির একাংশের নেতারা পাল্টা আরেকটি সম্সেলন প্রস্তুতি কমিটি গঠন করেন। এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ফলে দীর্ঘ আট বছর পর গত ২১ মে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলেও, পাল্টাপাল্টি দুটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হওয়াসহ নানা কারণে গত ২১ মে সম্মেলনটি করা যায়নি।

তবে এবার জেলা আওয়ামীলীগের সভাপতি সাংসদ রবিউল মোক্তাদির চৌধুরীর উপস্থিতিতে বিশেষ বর্ধিত সভায় দুটি কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত বর্ধিত সভায় আগামি ১৬ জুলাই সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(জিডি/এসপি/জুন ১৮, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test