E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন

২০২২ জুন ১৯ ০০:২১:৫৮
প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধনের উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে নীলফামারী জেলা আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কর্মসূচি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।

জেলা আওয়ামী লীগের এই জরুরী বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সহ-সভাপতি আহসান রহীম মঞ্জিল, যুগ্ন সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, এ্যাডভোকেট আল মাসুদ আলাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সভাপতি এ্যাডভোকেট রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ ।

২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নীলফামারীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠানের জন্য কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে জমায়েত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এরপর বর্ণাঢ্য র্যা লি শহর প্রদক্ষিণ শেষে শহরের বঙ্গবন্ধু চত্বরে আলোচনাসভা।

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে শহীদের আত্মার শান্তি কামনায় মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সুবিধাজনক সময়ে অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। ২৫ জুন বিকেল ৪টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করবে । কর্মসূচি সফল করতে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।

(ওকে/এসপি/জুন ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test