E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীতে ভেজাল তেল তৈরির দায়ে ৪ ব্যবসায়ীর কারাদণ্ড

২০১৪ অক্টোবর ০২ ০৯:০৪:৩৯
ফেনীতে ভেজাল তেল তৈরির দায়ে ৪ ব্যবসায়ীর কারাদণ্ড

ফেনী প্রতিনিধি : ফেনীতে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় চার ব্যবসায়ীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শহরের তাকিয়া রোডে বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন (২৯), মেসবাহ উদ্দিন (৩৫), আবুল বশর (৫০) ও সুজন দাস (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকিয়া রোডের সুন্দরবন সয়াবিন মিলস, বিসমিল্লাহ সয়াবিন মিলস, রাজমুকুট সয়াবিন মিলস ও রুবাইয়া সয়াবিন মিলসে অভিযান চালায় র‌্যাবসহ ভ্রাম্যমাণ আদালতের একটি দল।

এ সময় প্রতিষ্ঠানগুলো থেকে ২০ হাজার লিটার ভেজাল সয়াবিন, ৩০ হাজার খালি বোতল, এক লাখ স্টিকার ও ভেজাল তেল তৈরির ১০টি মেশিনসহ মোট ২১ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরিফুল আলম তানভীর অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/অক্টোবর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test