E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহেশখালীতে বিভিন্ন পরিবহন সমিতির নামে-বেনামে চাঁদাবাজি বন্ধে কঠোর সিদ্ধান্ত

২০২২ জুন ২০ ১৯:০৭:৩১
মহেশখালীতে বিভিন্ন পরিবহন সমিতির নামে-বেনামে চাঁদাবাজি বন্ধে কঠোর সিদ্ধান্ত

জাহেদ সরওয়ার, কক্সবাজার : মহেশখালী উপজেলা হলরুমে আজ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহি অফিসার ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত সভার সিন্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। 

২০ জুন সকাল ১০ টায় উপজেলা হলরুমে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা।

আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান আলোচ্য বিষয় হিসাবে মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের সড়ক উপ সড়ক এ চলাচল কৃত টমটম, মিশুক, সিএনজি,গাড়ির নাম ব্যবহার করে স্বনামে বেনামে একাধিক সংগঠন গজিয়ে উঠেছে।

সমবায় কর্মকর্তার কার্যালয় হতে কিছু টমটম, সিএনজি, মিশুক, গাড়ির মালিক, শ্রমিক কল্যাণ সমিতি নিবন্ধন করে। ফলে নিবন্ধন কে ব্যবহার করে দৈনিক হাজার হাজার টাকা অবৈধ ভাবে উত্তোলন করে হাতিয়ে নিচ্ছে। যার ফলে সমিতি কেন্দ্রিক এলাকাভিত্তিক সন্ত্রাসী ও দাপুটে লোকজন এটিকে লাভ জনক ব্যবসা হিসাবে পুজি করে ফায়দা লুটছে। প্রকৃত গাড়ির মালিকগণের উত্তোলনকৃত দুঃসময়ে কাজে আসে না। সমিতির নামে উত্তোলনকৃত টাকা সড়ক দুর্ঘটনায় মালিক বা শ্রমিকের পক্ষে ব্যবহার হয় না। নির্দিষ্ট কোন হিসাব থাকে না, কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে একাধিক গ্রুপ হয়ে চাঁদা উত্তোলন করতে মরিয়া হয়ে উঠে। আইনশৃঙ্খলা সভা হতে প্রতিটি ইউনিয়নে সিএনজি,টমটম,মিশুক গাড়ীর মালিক ও শ্রমিকের তালিকা হালনাগাদ করে আাগামী মাসের আইনশৃংখলা কমিটির সভায় জমা প্রদান, অবৈধ পন্থায় নিবন্ধিত সমিতি বাতিল ও অপ্রাপ্তবয়স্ক ড্রাইভারদের নিবন্ধন বন্ধ সহ একাধিক সিন্ধান্ত গৃহিত হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, মহেশখালী থানার ওসি আবদুল হাই, মহেশখালী হাসপাতালে ইউএইচসিপি ডাক্তার মাহফুজুল হক, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক, হোয়ানক এর চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী, ধলঘাটার চেয়ারম্যান কামরুল হাসান, কালারমারছড়ার চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, বড় মহেশখালীর চেয়ারম্যান শা,আ,ম এনায়েত উল্লাহ বাবুল, কুতুবজোমের চেয়ারম্যান এডঃশেখ কামাল, মাতারবাড়ীর চেয়ারম্যান আবু হায়দার, ছোট মহেশখালীর প্যানেল চেয়ারম্যান ছৈয়দুল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

(জেএস/এসপি/জুন ২০, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test