E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০২২ জুন ২৩ ১৬:৪৩:০৪
রাণীনগরে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীনগর প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন হেলাল, সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ, প্রচার সম্পাদক আব্দুল খালেক, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ অনেকেই।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এসকেপি/এসপি/জুন ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ জুন ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test