E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে নবীনগর উপজেলা আ.লীগের সম্মেলন বাস্তবায়ন কমিটি পুনর্গঠিত 

২০২২ জুন ২৪ ১৬:১১:১১
অবশেষে নবীনগর উপজেলা আ.লীগের সম্মেলন বাস্তবায়ন কমিটি পুনর্গঠিত 

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন বাস্তবায়ন কমিটিকে পুনর্গঠন করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান স্বাক্ষরিত দলীয় এক চিঠিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

স্বাক্ষরিত দলীয় ওই চিঠিটি গতকাল রাতেই ফেসবুকে ব্যাপকভাবে 'ভাইরাল' হয়। বিজ্ঞপ্তির ওই চিঠিটি প্রকাশের পরই তৃণমূলের সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বইছে।

দলীয় ওই চিঠিতে পুনর্গঠিত সম্মেলন বাস্তবায়ন কমিটিতে পুনরায় আহবায়কের দায়িত্ব দেয়া হয়েছে দলটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ হালিমকে।

এদিকে পুনর্গঠিত সম্মেলন বাস্তবায়ন কমিটিতে যাঁদেরকে নতুন করে সদস্য রাখা হয়েছে, তাঁরা হলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা নিয়াজ মোহাম্মদ খান, নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদ নসু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেটেসুজিত কুমার দেব, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামীলীগের তিন যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, মোস্তফা জামাল ও শাহীন সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য মো. জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম এবং দলটির তিন সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম শফিক, সাবেক ভিপি মোশারফ হোসেন সরকার ও সাবেক ভিপি আবদুর রহমান।

এছাড়া দলীয় ওই চিঠিতে উল্লেখিত সম্মেলন বাস্তবায়ন কমিটিকে সার্বিক সহযোগিতা দেয়ার লক্ষে দলটির আরও তিন শীর্ষ নেতাকে সংযুক্ত করা হয়। এঁরা হলেন জেলা আওয়ামীলীগের সদস্য ও ঢাকা মহানগর আওয়ামীলীগের (দক্ষিণ) ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক জিএস ব্যারিষ্টার জাকির আহাম্মদ ও জেলা আওয়ামীলীগের সদস্য শাহরিয়ার বাদল।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল স্বাক্ষরিত পুনর্গঠিত কমিটির ওই চিঠিতে বলা হয়েছে,' গত ১৮ জুন ২০২২ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামীলীগ নবীনগর উপজেলা শাখার এক বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্তের আলোকে নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষে পূর্বে গঠিত সম্মেলন বাস্তবায়ন কমিটিকে নতুন করে পুনর্গঠন করা হলো।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় আট বছর পর নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন করার লক্ষ্যে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদল এবং দলটির তিনবারের সাধারণ সম্পাদক এম এ হালিমের স্বাক্ষরযুক্ত এক চিঠিতে এম এ হালিমকে 'আহবায়ক' করে ৯ সদস্যের একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

কিন্তু ওই সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠনের পর দলটির সিনিয়র সহ সভাপতি নিয়াজ মোহাম্মদ খানের নেতৃত্বে দলের একাংশের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ওইসময় দলটির একাংশের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

এ অবস্থায় নিয়াজ মোহাম্মদ খান নিজেকে 'আহবায়ক' করে তাঁর নেতৃত্বে দলের একাংশের বিক্ষুব্দ নেতারা নবীনগর ডাক বাংলোতে এক সংবাদ সম্মেলন করে ৩৩ সদস্যের অনুরূপ আরেকটি পাল্টা সম্মেলন বাস্তবায়ন কমিটি ঘোষণা দেন।

এরপর পাল্টাপাল্টি কমিটি ঘোষণার এ বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসে। অবশেষে গত ১৮ জুন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য রআম রবিউল উবায়দুল মোক্তাদির চৌধুরীসহ জেলা আওয়ামীলীগের একাধিক শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে নবীনগরে দলটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার পরই গতকাল নতন পুনর্গঠিত সম্মেলন বাস্তবায়ন কমিটির নতুন নামের তালিকা ঘোষণা করা হয়।

আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ প্রায় আট বছর পর প্রথমে গত ২১ মে সম্মেলন হওয়ার কথা থাকলেও, সম্মেলন বাস্তবায়ন কমিটি নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে এখন নতুন করে আগামি ১৬ জুলাই (সম্ভাব্য) নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(জিডি/এসপি/জুন ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test