E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলছ‌রি‌তে বন‌্যা ক্ষতিগ্রস্ত ২ হাজার প‌রিবার‌কে ত্রাণ বিতরণ

২০২২ জুন ২৪ ২৩:৫৮:৫৬
ফুলছ‌রি‌তে বন‌্যা ক্ষতিগ্রস্ত ২ হাজার প‌রিবার‌কে ত্রাণ বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নির্দেশে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন নিজস্ব অর্থায়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ও হাজী ছাত্তার ট্রাস্ট হই‌তে ‌মোট ২ হাজার পরিবারের ক্ষতিগ্রস্ত প‌রিবা‌রেরা‌ মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (২৪জুন) উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বন্যায় ক্ষতিগ্রস্তদের দুঃখ কষ্ট স্বচক্ষে দেখেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানিতে ফুলছড়ি উপজেলা বিভিন্ন ইউনিয়ন বন্যায় কবলিত হয়, ফ‌লে সৃষ্টি হয় ব্যাপক নদী ভাঙ্গন এরং ওইসব এলাকায় মানুষের খাদ্য সংকট দেখা দিলে । ত্রাণ বিতরণ এর পদক্ষেপ নেয়া হয়।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে সারাদিন নৌকা যোগে ফুলছড়ি উপ‌জেলার উ‌রিয়ার ইউনিয়‌নের রতনপুর, উ‌ভু‌সির ভিটা, বা‌নিয়াপারা।

ফজলুপুর ইউ‌নিয়‌নের কাইয়ার বাতা, বুলবু‌লির চর, চর চৌম‌হন‌, পশ্চিম খা‌টিয়া মারির চর, মধ‌্য খাটিয়া মারি চরসহ ফুলছড়ি ইউ‌নিয়‌নের পিপু‌লিয়া চর এর বন্যাকবলিত ২০০০ হাজার পরিবারের মা‌ঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। ত্রাণ সামগ্রী মধ্যে ছিল চাল, চিড়া, লবণ,‌ চি‌নি, আলু , গ‌্যাস লাইটার, মোমবা‌তি, স‌্যালাইন, পা‌নি‌ বিশুদ্ধকরন ট‌্যাবলেট।

এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুজা, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওসার, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা শহীদুল ইসলাম, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল গফুর মন্ডল, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দৌলা রাজু , উড়িয়া ইউনিয়নের মজনুর রশিদ, মোসলেম উদ্দিন মাসুম, শামসুল আলম, কৃষক লীগের সভাপতি আতোয়ার রহমান প্রমুখ।

(এসআইআর/এএস/জুন ২৪, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test