E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে সরকারি পুকুর জবরদখলের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

২০২২ জুন ২৫ ১৬:৫০:০৯
সুবর্ণচরে সরকারি পুকুর জবরদখলের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে জোর পূর্বক অবৈধ ভাবে সরকারি পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। 

গতকাল ২৪ জুন (শুক্রবার) সুবর্ণচরে উপজেলার ৫নং চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর মহিউদ্দিন গ্রামের চর মহি উদ্দিন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরজুবলী ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আখতার উদ্দিন এন নেতৃত্বে বক্তব্য রাখেন, চর মহি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহাগসহ নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, চর মহি উদ্দিন স্কুল সংলগ্ন ৪ টি সরকারি পুকুর সাবেক মেস্বার রায়হানসহ একটি অবৈধ দখলদার বাহিনী দীর্ঘ ১০ বছর ধরে পুকুর গুলো দখল করে খাচ্ছে।

এক সময় এ পুকুর গুলো ছিলো স্কুল এবং মসজিদের আওতায় পুকুরে মাছ চাষ করে সে টাকা স্কুল এবং মসজিদের উন্নয়নের কাজে লাগতো। কিন্তু ২০১২ সালে রায়হান মেম্বার পুকুর গুলো জোর পূর্বক দখল করে মাছ চাষ করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে প্রতিষ্ঠান গুলোর কোন উন্নয়ন কর্মকাণ্ড এবং শিক্ষকদের বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছে।

বক্তারা আরো বলেন, স্থানীয় জয়নাল নামের একজন লোক নথি করে সেটি দখলের জন্য কয়েকবার চেষ্টা করে ব্যার্থ হয় এবং তারা জেলও খাটেন। তাদেরকে সরিয়ে এখন চলছে রায়হানের রাজত্ব। এলাকাবাসী, স্কুল শিক্ষকসহ ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলের দাবী অতিদ্রুত পুকুর গুলো দখল মুক্ত করে সেটি ইজারা দিয়ে ঐ টাকা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যায় করতে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রায়হান মেম্বার বলেন, আমি অনেক আগে ২ বছরের জন্য ইউনিয়ন পরিষদ থেকে ইজারা নিয়েছি। পরবর্তিতে আর ডাক না দেয়ায় পুকুর গুলো আমি রেখেছি এবং মাছ চাষ করছি। তবে পূনরায় যদি ইজারা দেয়া হয় অন্য কেউ পেলে আমি ছেড়ে দিবো।

চরজুবলী ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু বলেন, চর মহিউদ্দিন বাজারের পাশে ১ টি মসজিদ, ১ টি হেফজখানা, ১ টি মাদ্রাসা, ১ টি উচ্চ বিদ্যালয় আছে, প্রতিষ্ঠান গুলো দীর্ঘদিন অবহেলিত, শিক্ষকগন মানবেতর জীবন যাপন করছে, ৩ টি পুকুর প্রতিষ্ঠান গুলোকে ভাগ করে দিলে প্রতিষ্ঠান গুলো উন্নত হবে। এলাকার উন্নয়ন হবে। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবো।

(এস/এসপি/জুন ২৫, ২০২২)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test