E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি 

২০২২ জুন ২৬ ১৭:১৯:২৯
পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি 

রবিউল ইসলাম, গাইবান্ধা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাইবান্ধার পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার ১১টায় উক্ত স্কুল এ্যান্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর ( অবঃ) মফিজুল হক সরকারের সার্বিক সহযোগিতায় বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপির চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল।
বৃক্ষরোপন শেষে বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্রের সভাপতিত্বে ও উক্ত কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলামের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি তৌহিদুল ইসলাম মন্ডল, উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সভাপতির সন্তান কৃষি কর্মকর্তা মেহেদী হাসান রিয়াদ,আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রশিদ প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মহাতাব আলী, বীর মুক্তিযোদ্ধা জিন্ন মিয়া, বীর মুক্তুযোদ্ধার সন্তান শেখ শামছুজ্জোহা হিটু, আঃ হালিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ সুমন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মেহেদী হাসান সজীব, সোহেল সরকার, স্বপ্না বেগম, রাবেয়া বেগম, আব্দুল বারী, রুবি বেগম, সেলিম মিয়া।

(আর/এসপি/জুন ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test