E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতুর সুফল পেতে উপকূলের উন্নয়নে নিতে হবে পরিবেশবান্ধব পরিকল্পনা

২০২২ জুন ২৭ ১৭:০৭:১৮
পদ্মা সেতুর সুফল পেতে উপকূলের উন্নয়নে নিতে হবে পরিবেশবান্ধব পরিকল্পনা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গণতান্ত্রিক বাজেট আন্দোলন জেলা কমিটির আয়োজনে ‘বাজেট পর্যালোচনা, পদ্মাসেতুর সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা বলেছেন, স্বপ্নের পদ্মা সেতুর সুফল পেতে হলে জাতীয় বাজেটে উপকূল রক্ষায় দূর্যোগ সহনশীল পরিবেশ বান্ধব-জনউন্নয়ন পরিকল্পনা থাকতে হবে। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করে বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দসহ সূপেয় খাবার পানি সরবরাহ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মান, গৃহহীনদের জন্য দুর্যোগ সহনশীল গৃহ প্রদানের ব্যবস্থা থাকতে হবে। 

সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক সংলাপে বক্তারা বাজেটে পদ্মা সেতুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের দক্ষিণ উপকূলের বনজীবি-মৎস্যজীবি, জেলে-বাওয়ালী-মৌয়ালীদের জীবিকা রক্ষা ও উন্নয়নে সহায়তা প্রদানসহ কৃষকের কৃষিপণ্য সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিতেরও দাবী জানান।

গণতান্ত্রিক বাজেট আন্দোলনের বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখের সভাপতিত্বে নাগরিক সংলাপে ধারণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। সংলাপে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান রিজিয়া পারভীন, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধনি শিক্ষক মুখার্জ্জী রবিদ্র নাথ, সরকারী পিসি কলেজের সাবেক ভিপি শেখ আজমল হোসেন, সাংবাদিক মো. ইয়ামিন আলী, নারীনেত্রী এ্যাডভোকেট লুনা সিদ্দিকী প্রমুখ।

(এসএকে/এসপি/জুন ২৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test