E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

২০২২ জুন ৩০ ১৬:৫৫:২৯
কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামে গত দুদিনের বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলের কারণে ধরলা, তিস্তা ব্রহ্মপুত্র, দুধকুমারসহ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি পুনরায় বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন করে আবারও চর ও দ্বীপচরগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দ্বিতীয় ধাপে ফের বড় ধরণের বন্যার আশংকা করছেন এ অঞ্চলের মানুষজন। 

সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের জগমনের চরের বাসিন্দা জয়নাল মিয়া বলেন,'ধরলা নদীর পানি আবারও বাড়ছে। এতে করে পানি নীচু এলাকা গুলো প্লাবিত করছে। আবারও বন্যার আতঙ্কে রয়েছি।'

পাশ্ববর্তী যাত্রাপুর ইউনিয়নের খেয়ারচরের বাসিন্দা মো. ছকমল মোল্লা বলেন,'আবারও নদীর পানি বেড়ে চরের দিকে আসছে। এতে করে পরিবার নিয়ে বন্যা আতঙ্কে রয়েছি।'

বৃহস্পতিবার (৩০ জুন) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ধরলা নদীর পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ২৬ সেন্টিমিটার,দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


পাউ‌বোর কু‌ড়িগ্রা‌মের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ব‌লেন,'ধরলার পানি বৃদ্ধি পেয়ে সদ‌রের সেতু প‌য়ে‌ন্ট ও শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার সামান্য উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদনদী অববা‌হিকার নিম্নাঞ্চলে বন‌্যা প‌রি‌স্থি‌তি সৃ‌ষ্টি কর‌তে পা‌রে। এছাড়াও আগামী ৪৮ ঘন্টায় উজানে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে জেলার অনান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু হয়েছে।

(পিএস/এসপি/জুন ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test