E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনবিচ্ছিন্ন নেতাকে দলীয় মনোনয়ন, অস্তিত্ব সংকটে শৈলকূপা আ.লীগ

২০২২ জুলাই ০৩ ১৭:৪০:২০
জনবিচ্ছিন্ন নেতাকে দলীয় মনোনয়ন, অস্তিত্ব সংকটে শৈলকূপা আ.লীগ

শৈলকূপা প্রতিনিধি : না আছে জনসমর্থন, না আছে পরিচিতি। অথচ তিনিই পেয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন। যা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে বিভেদ। এমন অবস্থায় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইকে দুষছেন তৃনমূলের নেতাকর্মীরা। ঘটনাটি ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদের উপনির্বাচনের। আর নৌকার মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ। আব্দুল হাকিম দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই শৈলকুপা আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। দলের মধ্যে একাধিক যোগ্য প্রার্থী থাকা স্বত্তেও তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় শৈলকূপায় উপজেলা আওয়ামীলীগ অস্তিত্ব সংকটে পড়েছে বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

শনিবার নৌকার মনোনীত প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ, বিদ্রোহী প্রার্থী হিসেবে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোস্তফা আরিফ রেজা মন্নু ও স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান শৈলকুপা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এম আব্দুল হাকিমকে নৌকার মনোনয়ন দেওয়া প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও বিদ্রোহী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মীরা। অথচ তারাই এই মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। যার ফলে দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। তার এমন নেতৃত্বের কারণে তৃণমূলের নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয়েছেন। তিনি যখন যা মনে করেন তখন তাই করেন। এতে শৈলকুপায় সহিংসতা দিনদিন বেড়েই চলেছে। এর অবসান না ঘটলে শৈলকুপায় আওয়ামীলীগ অস্তিত্ব সংকটে পড়বে।

মনোনয়ন দেওয়া প্রসঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা বলেন, যোগ্য প্রার্থী থাকা সত্বেও জনসমর্থন ও জনবিচ্ছিন্ন এক নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। ফলে দলের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা নিরসনে নতুন কাউকে নেতৃত্ব আসা জরুরি।

শৈলকূপা উপজেলার আহবায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, দিনের পর দিন দলের জন্য লড়াই সংগ্রাম করেছি। তারপরও বঞ্চিত হয়েছি। এমন নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে যাকে মানুষ চেনে না। এমন রাজনীতিকে ধিক্কার জানাই।

প্রসঙ্গত, গত ১৫ মে উপজেলা চেয়ারম্যান শিকদার শেফালী বেগম মৃত্যুবরণ করলে আসটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাই শৈলকুপায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উপজেলা পরিষদে একই মেয়াদে ২য় উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

(এসআই/এসপি/জুলাই ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test