E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপা উপজেলা উপনির্বাচন

বহিষ্কৃতদের নিয়ে প্রচারণায় আ.লীগ প্রার্থী

২০২২ জুলাই ০৩ ১৭:৪৪:৫০
বহিষ্কৃতদের নিয়ে প্রচারণায় আ.লীগ প্রার্থী

শৈলকূপা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদকে নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। এতে করে দলের মূলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে তিনি বহিষ্কৃতদের দিয়ে নির্বাচনী প্রচারণা, সভা সমাবেশ করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, আগামী ৩১জুলাই অনুষ্ঠিতব্য শৈলকূপা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান এম আব্দুল হাকিম আহমেদ। দলের একাধিক যোগ্য নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি তার নিজ ক্ষমতাবলে আব্দুল হাকিমকে দলীয় মনোনয়ন পাইয়ে দেন।তারপর থেকে দলের মধ্যে বিভেদ শুরু হয়।

এদিকে শৈলকূপা আওয়ামী লীগের মূলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন বিগত পৌর ও ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কৃত নেতাকর্মীরা। গত কয়েকদিন পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খান,ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ওয়াসকার আহমেদ,শৈলকূপা উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলামসহ অনেকেই নির্বাচনী কার্যক্রমে দেখা গেছে। তারা প্রত্যকেই আব্দুল হাই এমপির অনুসারী।

নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকূপা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা জানান,এমপি সাহেব যখন যা ইচ্ছে হয় তখন তাই করেন।তার পছন্দের যেকোনো ব্যক্তিকেই সে সমর্থন করেন। বিদ্রোহী কিংবা দলীয় প্রার্থী কিছুই তিনি বিবেচনা করেন না। গত শুক্রবার বর্ধিত সভা শেষে তার পুত্র জিসান হাই চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনকে লাঞ্চিত করলো আমরা কোন প্রতিবাদ করতে পারি নাই ভয়ে। আসলে আমরা তার ক্ষমতার কাছে অসহায়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, এত বড় একটা বৃহৎ সংগঠনে কোন্দল থাকতেই পারে।আমরা চেষ্টা করছি সকলকে ঐক্যবদ্ধ করতে।বহিষ্কৃত নেতাকর্মীদের দলীয় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের বিষয়ে তিনি জানান,সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছিল তবে তাদের দলীয় নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে বাঁধা নেই।

(এসআই/এসপি/জুলাই ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test