E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

২০২২ জুলাই ০৪ ০০:১৩:২০
শেরপুরে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি : শেরপুরে গত ২৬ জুন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা শহরের নবীনগর মহল্লায় আউয়াল নামে এক ব্যবসায়ীর উপর হামলা এবং ওই ঘটনায় মামলা দায়ের করা হলেও ৭ দিনেও আসামী গ্রেফতার না হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই রবিবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে জেলা মটরযান ওয়ার্কসোপ শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসীর পক্ষে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় মোটরযান শ্রমিক নেতা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত ছাত্রলীগ সেক্রেটারী রেজাউল করিম রেজাসহ মামলার এজাহার ভুক্ত সকল আসামীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করা হয়।

গত ২৬ জুন রাতে শহরের নবী নগর মহল্লায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা তার দলবল নিয়ে জেলা মোটরযান ওয়ার্কসোপ শ্রমিক ইউরিয়নের সাবেক সহ-সেক্রেটারী বদিউজ্জামান বুদুর ছেলে জিহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর মালিক ব্যবসায়ী আব্দুল আউয়ালের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে তার মাথায় খুলি ভেদ হয়ে মস্তক বের হয়ে পড়ে। পরে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা খুবই সংকটাপন্ন বলে পরিবারের সদস্যরা জানায়।

এঘটনায় ওই রাতেই আব্দুল আউয়ালের বড় ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে ১১ জনকে নামীয় ও অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামী করে হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করা হয়। এদিকে এ হামলার ঘটনার ৪ দিন পর ১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শেরপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এদিকে ওই ব্যাবসায়ীর উপর হামলা মামলায় প্রধান আসামী ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজাসহ অন্যান্য সকল আসামীদের নজরদারীতে রাখা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. হান্নান মিয়া জানায়, আগামী ৪/৫ দিনের মধ্যে আশা করি সকল আসামীকে গ্রেফতার করতে সক্ষম হবো। আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। এ ব্যপারে কোন রকমের ছাড় দেয়া হবে না।

(এসএস/এএস/জুলাই ০৪, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test