E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকূপার আ.লীগের রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে বাঁচাতে হবে

২০২২ জুলাই ০৪ ১৮:৩১:৫২
শৈলকূপার আ.লীগের রাজনীতিকে দুর্বৃত্তায়ন থেকে বাঁচাতে হবে

শৈলকূপা প্রতিনিধি : চলতি মাসের ৩১ জুলাই ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। আর এই নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ কে। মনোনয়ন দেয়ার পর থেকেই উপজেলা জুড়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। 

জনসাধারণের মাঝেও সৃষ্টি হয়েছে ক্ষোভ। নেতাকর্মীরা বলছেন, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ দলীয় প্যাডে একক প্রার্থীর নাম উল্লেখ করে কেন্দ্রে পাঠিয়েছেন। যার ফলে জনবিচ্ছিন্ন নেতা পেয়েছেন দলীয় মনোনয়ন। এমন নেক্কারজনক ঘটনায় নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা আরিফ রেজা মন্নু।

এদিকে দলের মূলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে বহিষ্কৃতদের দিয়ে নির্বাচনী প্রচারণা, সভা-সমাবেশ করেছেন বলে অভিযোগ উঠেছে নৌকার মনোনীত প্রার্থী আব্দুল হাকিম আহমেদের বিরুদ্ধে । যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। ছবিতে দেখা যায়, পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খান, ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক ওয়াসকার আহমেদ, শৈলকূপা উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম সহ অনেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন । তারা প্রত্যকেই আব্দুল হাই এমপির অনুসারী। এমন কাজে নিন্দা জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তারা এমন দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান চান।

শৈলকূপা রাজনীতি প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও বিদ্রোহী প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নু বলেন, বার বার এমন নোংরা রাজনীতির শিকার হয়েছি। আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মীরা। কিন্তু তারাই নানাভাবে নির্যাতিত হয়েছেন। এমপি আব্দুল হাই শৈলকূপার রাজনীতি ধ্বংস করে দিয়েছে। ফলে শৈলকূপায় সহিংসতা দিনদিন বেড়েই চলেছে। এমন নোংরা রাজনীতির অবসান না ঘটলে শৈলকূপায় আওয়ামীলীগ অস্তিত্ব সংকটে পড়বে।

উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লা বলেন, যোগ্য প্রার্থী থাকা সত্বেও জনবিচ্ছিন্ন এক নেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। এটা দুর্বৃত্তায়নের রাজনীতির জলজ্যন্ত প্রমাণ। শৈলকূপার রাজনীতি দুর্বৃত্তায়ন থেকে বাঁচাতে হবে।না হলে আমাদের জন্য ভয়াবহ সময় অপেক্ষা করছে।

উপজেলার আহবায়ক কমিটির সদস্য শিকদার ওয়াহিদুজ্জামান ইকু বলেন, দিনের পর দিন শৈলকূপায় এমন রাজনীতি চলছে । এর থেকে বের হওয়া দরকার। তা না হলে শৈলকূপায় আওয়ামীলীগ শেষ হয়ে যাবে।

উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়র্দ্দার জানান,এমপি আব্দুল হাই এমন নোংরা রাজনীতিকে ব্যবহার করে নানা সময় নানাভাবে বিভিন্ন নেতাকর্মীকে হেনস্তা করে আসছে। এতে শৈলকূপার সহিংসতা দিনদিন বেড়েই চলেছে। আমরা চাই এর অবসান ঘটুক।

(এসআই/এসপি/জুলাই ০৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test