E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে জটিল রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ

২০২২ জুলাই ০৫ ১৭:০১:২৩
মাদারীপুরে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে জটিল রোগীদের চিকিৎসা সহায়তার চেক বিতরণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৯৪ জনকে ৪৭ লাখ টাকার চেক ও জেলা সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে গরীব এবং অসহায় ১৪৩ জন মানুষের মধ্যে ৩ লাখ ৯৬ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। 

গতকাল সোমবার জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা সামাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সামাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা রেজিস্ট্রশন অফিসার মো. জাবেদ হোসেন, সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি মো. শাহজাহান খান প্রমুখ।

(ওকে/এসপি/জুলাই ০৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test