E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শপথ নিলেন মহেশখালীর দুই ইউপি চেয়ারম্যান

২০২২ জুলাই ০৭ ১৫:০৯:৫৫
শপথ নিলেন মহেশখালীর দুই ইউপি চেয়ারম্যান

জাহেদ সরওয়ার, কক্সবাজার : চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও বড় মহেশখালী ইউপি নির্বাচনে চশমা প্রতীকে (স্বতন্ত্র) বিজয়ী চেয়ারম্যান শা আ ম এনায়েত উল্লাহ বাবুল। 

গতকাল বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জাহিদ ইকবালের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

আগের বারেও দুই ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দু'জনেই। তবে বড় মহেশখালী ইউপিতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কালারমারছড়া ইউপিতে ফলাফলের ব্যবধান ছিল একতৃতীয়াংশ।

গত ১৫ জুনের নির্বাচনে কালারমারছড়া ইউপিতে ১৯ হাজার ৩৪২ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন তারেক বিন ওসমান শরীফ এবং বড় মহেশখালী ইউপিতে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন শা আ ম এনায়েত উল্লাহ বাবুল ।

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ২২ দিন পর চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তারেক বাবুল। চেয়ারম্যানদের শপথের পর দুই ইউপির ৬ সংরক্ষিত মহিলা সদস্য ও ১৮ সাধারণ সদস্যকে শপথবাক্য পাঠ করানো হয়।

গত ২৮ জুন মহেশখালীর দুই ইউপি নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়। আজ দুই ইউনিয়নের বিজয়ীরা শপথ নিল।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test