E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় পূর্ণবাসন ও আবাসনের দাবিতে শতাধিক পরিবারের মানববন্ধন

২০২২ জুলাই ০৮ ১৬:১৭:৩৭
কলাপাড়ায় পূর্ণবাসন ও আবাসনের দাবিতে শতাধিক পরিবারের মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় শের ই বাংলা নৌ-ঘাটি নির্মানে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে পূর্ণবাসন ও আবাসন ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামে এ মানববন্ধনে এলাকাবাসী তাদের প্রতিটি স্থাপনা তালিকাভূক্ত করে ক্ষতিপূরণের দাবি করেন।

এলাকাবাসী বলেন, শেরেবাংলা বানৌজার নির্মানে এখানকার অন্তত ৫০০ পরিবারের কমপক্ষে ৮০ শতাংশ পরিবার ভূমিহীন হয়ে যাবে। ৯৫ শতাংশ পরিবারের রোজগার বন্ধ হয়ে যাবে। আর যাদের ঘর পুকুর ঘের ও গাছপালা এখনও অধিগ্রহন করা হয়নি, তারা বেঁচে থাকলেও ধুকে। ধুকে মারা যাবে। তারা বিষয়টি পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করলেও এখনও শতাধিক পরিবারের সম্পত্তির সঠিক তালিকাভূক্ত করা হয়নি। এতে তারা ভূমির সাথে সম্পদ হারিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।

তাদের দাবি, তারা সরকারের উন্নয়ন কর্মকান্ডে খুশি, কিন্তু তাদের যে সম্পদ অধিগ্রহন করা হয়েছে তার সঠিক দাম নির্ধারণ ও সম্পদের তালিকাভূক্ত করা হোক।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুর রহমান মিলন। বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্য ওমর ফারুক,। জামাল হাওলাদার, ইমরান হোসেন পিয়াল, পারভীন রহমান, রফিক গাজী প্রমুখ।

(এমকে/এসপি/জুলাই ০৮, ২০২২)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test