E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শৈলকুপাকে ত্রাসের রাজত্বে পরিণত করেছে আব্দুল হাই’

২০২২ জুলাই ১৪ ১৮:১১:৩৩
‘শৈলকুপাকে ত্রাসের রাজত্বে পরিণত করেছে আব্দুল হাই’

মিঠুন গোস্বামী, শৈলকুপা থেকে ফিরে : রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গামা ও কোন্দল সৃষ্টিকারী হিসেবে জনগনের কাছে এখন পরিচিত মুখ ঝিনাইদহ- ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই । তার একনায়কতন্ত্রের কারণে উপজেলা জুড়ে নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ নানাভাবে নির্যাতিত-নিপীড়নের শিকার হয়েছেন।  এমন কাজে জেলা জুড়েই নেতাকর্মীদের কাছে মুর্তিমান আতঙ্ক হয়ে উঠেছেন তিনি। তার একক খবরদারীর কারণেই শৈলকুপা উপজেলা আওয়ামীলীগে বিভেদ, দ্বন্দ সৃষ্টি হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে শৈলকুপা আওয়ামীলীগ অস্তিত্ব সংকটে পড়বে বলে ধারণা করছেন নেতাকর্মীরা। তার সৃষ্টিকৃত এমন নোংরা রাজনীতির শিকার হয়েছেন উপজেলার তৃণমুলের অসংখ্য নেতাকর্মী। হুমকি-ধামকি হামলা-মামলা,হত্যা সহ নানা অপকর্মে তার উপস্থিত দৃশ্যমান। নেতাকর্মীরা শঙ্কা করছেন এমন রাজনৈতিক ব্যক্তিত্বের কাছ থেকে ক্ষমতা অপসারন না হলে অতিশিগ্রই উপজেলায় আওয়ামীলীগের রাজনীতি হুমকির মুখে পড়বে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই এর খবরদারীর কারণেই শৈলকুপা উপজেলা আওয়ামীলীগে বিভেদ,দ্বন্দ একের পর এক মার্ডার হচ্ছে। শৈলকুপাকে ত্রাসের রাজত্বে পরিণত করেছে আব্দুল হাই।

বর্তমানে নেতৃত্ব শূণ্যতা বিরাজ করছে।এমন অবস্থা চলতে থাকলে শৈলকুপা আওয়ামীলীগ অস্তিত্ব সংকটে পড়বে।
জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার বলেন, এমপি আব্দুল হাই তার যখন যা মনে চাই তখন তাই করে। এ কারণেই শৈলকুপায় দাঙ্গা-হাঙ্গামা ও বিভেদ । সঠিক নেতৃত্ব নিশ্চিত হলেই সকল কোন্দলে অবসান ঘটবে।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি এমপি আব্দুল হাইয়ের ব্যক্তিগত মোবাইল নাম্বারে কল করলে বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি জানান, বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে আমরা অবগত হয়েছি। আগামী সাংগঠনিক সভায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এগুলো তুলে ধরবো

(এমজি/এসপি/জুলাই ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test