E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরিফপুরে সৎ ও ক্লিন ইমেজের নেতৃত্ব চান তৃণমূল আ. লীগ

২০২২ জুলাই ১৬ ১৫:০৫:৫৫
শরিফপুরে সৎ ও ক্লিন ইমেজের নেতৃত্ব চান তৃণমূল আ. লীগ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদরের সবচেয়ে বড় ইউনিয়ন শরিফপুর। ১৭ জুলাই এ ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘদিন পর অনুষ্ঠেয় সম্মেলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। হাটে-বাজারে, মোড়ে মোড়ে কিংবা চায়ের দোকানে সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হবেন এ ইউনিয়নে আওয়ামী লীগের কাণ্ডারী? সম্ভাব্য প্রার্থীদের শোডাউন, প্রচারণা ও জনসংযোগের ঘনঘটা দেখে ক্লিন ইমেজের নেতা চান তৃণমূলের নেতাকর্মীরা।

শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় ত্রিবার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

এ সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই বলছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যাতে কোনো মাদকসেবী, মাদক বিক্রেতা, মাদক বিক্রেতাদের প্রশ্রয়দাতা, বালিদস্যু, ভূমিদস্যু, সন্ত্রাসী, সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতকারী, হাইব্রিড বা বিতর্কিত কাউকে তারা দেখতে চান না। প্রয়োজনে ডাক্তারি পরীক্ষারও দাবি জানান তারা।

তৃণমূলের নেতাকর্মীরা চান, সম্মেলনের মাধ্যমে ত্যাগী, পরীক্ষিত, সৎ ও ক্লিন ইমেজের নেতাদের মধ্যে থেকেই সভাপতি ও সাধারণ সম্পাদক করা হবে।

শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সেলিম, হুমায়ূন কবির, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, আমিরুজ্জামান ফাইন ও আব্দুর রাজ্জাক।

সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা হলেন, মিজানুর রহমান মিন্টু, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান লোটাস তালুকদার ও বর্তমান সাধারণ সম্পাদক
রফিকুল ইসলাম আলম।

তৃণমূলের দাবি বিবেচনায় রেখে সংশ্লিষ্টরা নতুন নেতৃত্ব নির্বাচন করবেন বলে মনে করছেন শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী-সমর্থরা।

(আরআর/এসপি/জুলাই ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test