E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে উপজেলা ও পৌর মহিলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২০২২ জুলাই ১৬ ১৮:৩১:২১
কুলিয়ারচরে উপজেলা ও পৌর মহিলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের ৫৩ বছরের ইতিহাসে কুলিয়ারচর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরের দিকে কুলিয়ারচর অডিটোরিয়ামে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা শাখা’র সভাপতি দিলারা বেগম আছমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

সম্মেলনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মো. জিল্লুর রহমান ও তার সহধর্মিণী নারী নেত্রী শহীদ আইভি রহমান স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন শেষে সম্মেলন আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সহধর্মিণী রোকসানা হাসান।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত শেখ আনার কলি পুতুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মেহেরনিগার হোসেন তন্ময়।

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কিশোরগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক বিলকিছ বেগমের সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য লায়ন মশিউর আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মীর মো. মিছবাহুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান জজ, পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নিজাম ক্বারী ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষ পর্যায়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় দায়িত্বপ্রপ্ত শেখ আনার কলি পুতুল উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান ও জেলা পরিষদ সাবেক

সদস্য সৈয়দা নাছিমা আক্তার চায়না ও সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ এর সহধর্মিণী লিপি আক্তারের নাম ঘোষণা করেন এবং পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি হিসেবে মোছা. শামীমা আক্তার শিউলি ও সাধারণ সম্পাদক হিসেবে মোছা. নার্গিস বেগমের নাম ঘোষণা করেন।

(এস/এসপি/জুলাই ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test