E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিক্ষা প্রতিষ্ঠানের হলরুম দখল করে আ.লীগের নির্বাচনী সভা 

২০২২ জুলাই ১৬ ১৮:৫৯:৪৫
শিক্ষা প্রতিষ্ঠানের হলরুম দখল করে আ.লীগের নির্বাচনী সভা 

শৈলকুপা প্রতিনিধি : চলতি মাসের ৩১ জুলাই ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন। চলছে প্রচার -প্রচারণা, সভা-সমাবেশ। কলেজের হলরুমকে নির্বাচন উপলক্ষে বর্ধিত সভার স্থান বানিয়ে সভা-সমাবেশ করা হয়েছে। আর এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় তুলেছে। পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে  জনমুখেও। এমন নিন্দনীয় ঘটনাটি ঘটেছে শুক্রবার শৈলকুপার লাঙ্গলবাধ বাজারের আদিল উদ্দিন ডিগ্রি কলেজের হলরুমে। আর এমন কান্ড ঘটিয়েছে আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ। 

ভিডিওতে দেখা যায় কলেজের হলরুমে স্থানীয় নেতাকর্মীরা নৌকার মনোনীত প্রার্থীকে বিজয়ী করর লক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করেছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রার্থী এম আব্দুল হাকিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবি কালু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কর্নেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার রহমান বিশ্বাস।

শৈলকুপা উপজেলা পরিষদের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালেক জানান,শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী সভা সমাবেশ করা সম্পূর্ণ আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। আমি তদন্ত করে ওই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

(এসআই/এসপি/জুলাই ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test