E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ছাত্রদলের কর্মসূচি থেকে ১১ নেতাকর্মী আটক

২০২২ জুলাই ১৮ ২২:৪৪:১৯
জামালপুরে ছাত্রদলের কর্মসূচি থেকে ১১ নেতাকর্মী আটক

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ জুলাই) বিকেলে শফিমিয়ার বাজার এলাকা থেকে সদর থানার পুলিশ ওই নেতাকর্মীদের আটক করে থানায় নিয়ে যায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ শেষে সমাবেশ করে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা ফেরার সময় ধাওয়া করে ১১জন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মিথুন ইবনে নবাব, পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাজ্জাদ, যুগ্মসাধারণ সম্পাদক রবিন, ছাত্রদল নেতা জাহিদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিম ও যুবদল নেতা মনিসহ আরও কয়েকজন।

জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের কর্মসূচি পালিত হয়। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া ও লাঠিচার্জ করে। এ সময় ছাত্রদল ও যুবদলের ১১ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিভিন্ন মামলায় সম্পৃক্ত আসামি হিসেবে ১১জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিল বলেও জানান তিনি।

(আরআর/এএস/জুলাই ১৮, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test