E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়া সাম্প্রদায়িক হামলা

দিঘলিয়া সাহাপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন আওয়ামীলীগের প্রতিনিধিদল

২০২২ জুলাই ২০ ১৭:১৯:১০
দিঘলিয়া সাহাপাড়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন আওয়ামীলীগের প্রতিনিধিদল

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্থ বাড়ি ও মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিনিধি দল। 

বুধবার সকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ ঢাকা থেকে সড়কপথে দিঘলিয়ার সাহাপাড়ায় পৌঁছে ক্ষতিগ্রস্থ বাড়ি, দোকান পাট ও মন্দির পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজনদের সাথে কথা বলেন।

পরে দিঘলিয়া সাহাপাড়া রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও প্রতিনিধি দলের প্রধান আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হোসেন এমপি, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্ত্তজা, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু ও স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা শিবনাথ সাহা, শিক্ষক তরুন সাহা ও দিলীপ সাহা।

এ সময় আরো উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমানয়ারা, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারন সম্পাদক একে এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি নির্মল চ্যাটার্জি, যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম,সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, উপ বন ও পরিবেশ সম্পাদক রাজীব মজুমদার রাজু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও প্রতিনিধি দলের প্রধান আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি উপস্থিত সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ভয় পাবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। তিনিই আমাদের এখানে পাঠিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি কারা বিনষ্ট করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। অপরাধীরা যে দলেরই হোক তাদের কোন ছাড় দেওয়া হবে না। হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্থ সাহাপাড়ার বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক জাতীয় নির্বাচনের আগে দেশের একটি স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক হামলা-মামলার ঘটনা ঘটায়। এ ব্যাপারে সকলের সর্তক ও সজাগ থাকতে হবে। আপনাদের আর্থিক ক্ষতি পুশিয়ে দেওয়া সম্ভব, কিন্তু হৃদয়ের ক্ষরণ পূরন করা সম্ভব নয়। তার পরেও বাংলাদেশ আওয়ামীলীগ ও বর্তমান সরকার আপনাদের পাশে সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে’।

মতবিনিময় সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেন, শান্তি প্রিয় নড়াইলে যারা এ ঘৃণিত ঘটনার সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হবে। আপনাদের সাহস বাড়াতে হবে। মানসিক ভাবে ভেঙ্গে পড়লে হবে না । আমরা আপনাদের পাশে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। সভা শেষে আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ টাকা প্রদান করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু হেনা মিলন জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। সাম্প্রদায়িক হামলা দায়েরকৃত মামলায় বুধবার বাগডাঙ্গা গ্রামের হারেজ মীরের ছেলে ওসমান মীর (৩২) সহ বুধবার পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হয়েছে এবং তাদের প্রত্যেকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

উল্লেখ্য,গত শুক্রবার দিঘলিয়া সাহাপাড়ার আকাশ সাহার ফেসবুক থেকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করে পোষ্ট দেওয়ার অভিযোগে বিক্ষুদ্ধ লোকজন সাহাপাড়ার ৫-৬টি বাড়িঘর ও ৬টি দোকান ঘরসহ চারটি পূজামন্ডপ ভাংচুর করে ও একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিক্ষুদ্ধ লোকজনকে লাঠিপেটা করে এবং টিয়ারশেল ও শর্ট গানের ফাঁকা গুলি ছোড়ে।

(আরএম/এসপি/জুলাই ২০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test