E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'শৈলকূপার গণতন্ত্রকে হত্যা করেছে এমপি আব্দুল হাই'

২০২২ জুলাই ২২ ১৩:৩০:০৫
'শৈলকূপার গণতন্ত্রকে হত্যা করেছে এমপি আব্দুল হাই'

স্টাফ রিপোর্টার, শৈলকূপা থেকে ফিরে : একের পর এক নিজ দলীয় নেতাকর্মীদের দমন-পীড়নসহ তাদের কোণঠাসা করে রেখেছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকূপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই। তৃণমূলের প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে নির্যাতনের খড়গ তুলে ধরেছেন বলে জানিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে এমপি আব্দুল হাইয়ের নির্যাতনে অসহায় হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছে শৈলকূপা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীরা।

তথ্য নিয়ে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে এমপি আব্দুল হাইয়ের একনায়কতন্ত্রের কারণে একের এক হামলা,মামলা খুন-গুমের ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।নিয়োগ বাণিজ্য,টেণ্ডার বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য,জমি দখলসহ সকল অবৈধ অর্থনৈতিক কার্যক্রম করে থাকে তার নিজস্ব কিছু অনুসারীদের দিয়ে যারা প্রত্যেকেই অ-আওয়ামী লীগার। এসব অনিয়ম করে অবৈধ পন্থায় অঢেল সম্পদের মালিক বনে গেছে এমপি আব্দুল হাই । এ নিয়ে বিব্রত তৃণমূলের নেতাকর্মীসহ জনসাধারণ।

শৈলকূপা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি বাবলু জোয়ার্দার জানান, এমপি আব্দুল হাইয়ের কারণে শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি পুরোটা ধ্বংস হয়ে গেছে। শৈলকূপার গনতন্ত্রকে হত্যা করেছে এমপি আব্দুল হাই ।আমরা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা শৈলকূপায় আব্দুল হাইয়ের রাজনীতির অবসান চাই। শৈলকূপায় নিবেদিত প্রাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি আব্দুল হাইয়ের কারণে সুস্থভাবে রাজনীতি করতে পারছে না। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশে অনেক উন্নয়ন করছেন। সেই উন্নয়নের ছোঁয়া শৈলকূপাতে লাগেনি।শৈলকূপায় একমাত্র উন্নয়ন হয়েছে এমপি আব্দুল হাইয়ের। শুধুমাত্র তার কারণেই শৈলকূপার প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা আজ কোণঠাসা। আব্দুল হাই বর্তমানে আওয়ামী লীগের চেয়ে বিরোধীদের পৃষ্ঠপোষকতা করতে ভালবাসে। বর্তমান সময় খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীরা কারাগারে আছে শুধুমাত্র এমপি আব্দুল হাইয়ের কারণে।
প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবেদ আলী জানান, এমপি আব্দুল হাইয়ের নেতৃত্বের দূর্বলতার কারণে শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি পুরোটা ধ্বংস হয়ে গেছে। আমরা যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তারা শৈলকূপায় এমপি আব্দুল হাইয়ের কোণঠাসা হয়ে পড়েছি।শৈলকূপায় নিবেদিত প্রাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এমপি আব্দুল হাইয়ের কারণে সুস্থভাবে রাজনীতি করতে পারছে না।

এ সকল অভিযোগের বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাইয়ের ব্যক্তিগত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

(একে/এএস/জুলাই ২২, ২০২২)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test