E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

২০২২ জুলাই ২৩ ১৪:৪৯:৩৭
জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

রাজন্য রুহানি, জামালপুর : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জামালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। ২৩ থেকে ২৯ জুলাই অনুষ্ঠেয় জাতীয় মৎস্য সপ্তাহের 'নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, খামার ব্যবস্থাপক মোখলেছুর রহমান। এ সময় জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, জামালপুরে চাহিদার তুলনায় প্রায় ২ হাজার মেট্রিকটন মাছের উৎপাদন ঘাটতি আছে। এ জেলা বর্ষা মৌসুমে অতি বন্যাপ্রবণ ও অন্যান্য মৌসুমে খরা বিরাজ করায় মাছ উৎপাদন ব্যাহত হয়।

তিনি আরও জানান, জেলায় ৪৪ হাজার ৮৭৩ মেট্রিকটন চাহিদার বিপরীতে মাছ উৎপাদন হয় ৪২ হাজার ৩৩৬ মেট্রিকটন। মাছের এই ঘাটতি পার্শ্ববর্তী জেলা থেকে পূরণ করতে হয়।

(আরআর/এএস/জুলাই ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test