E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রাজপথেই রহিম হত্যার বিচারের ফয়সালা হবে’

২০২২ আগস্ট ০১ ১৭:০৬:০৪
‘রাজপথেই রহিম হত্যার বিচারের ফয়সালা হবে’

রাজন্য রুহানি, জামালপুর : কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, ভোটারবিহীন অবৈধ সরকারের মসনদে কাঁপন ধরেছে। তাই খুন হত্যা দমন নিপীড়ন চালিয়ে বিএনপির নেতাকর্মীদের দমনে মরিয়া হয়ে উঠেছে সরকার। ভোলায় অসহনীয় লোডশোডিং ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করা হয়। এই হত্যা সরকারের পরিকল্পিত। সরকারবিরোধী আন্দোলন দমাতে সরকার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তিনি আরও বলেন, গুম খুন করে সরকার বিরোধী আন্দোলন দমন হবে না, আন্দোলন আরও বেগবান হবে। শহীদ আব্দুর রহিমের রক্তের কসম খেয়ে বলছি, স্বৈরাচারিনী শেখ হাসিনাকে গদি থেকে টেনে হিঁচড়ে না নামানো পর্যন্ত বিএনপির একটি নেতাকর্মীও ঘরে ফিরে যাবে না। রহিম হত্যার বিচারের ফয়সালা রাজপথেই হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সোমবার (১ আগস্ট) দুপুর ১২টায় জামালপুর শহরের স্টেশন রোড মোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল মোমেন আকন্দ কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রুকন, আজাদ সওদাগর, আব্দুর রব, শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহেদ আলী, সদস্য সচিব সাখাওয়াত হোসেন টুটুল, মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমান প্রমুখ।


(আরআর/এসপি/আগস্ট ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test