E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাঘাইছড়িতে পাহাড় ধসের ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ

২০২২ আগস্ট ০১ ১৭:৩৭:১৭
বাঘাইছড়িতে পাহাড় ধসের ১০ ঘণ্টা যান চলাচল বন্ধ

রিপন মারমা, রাঙামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারি বৃষ্টিতে দীঘিনালা সড়কের অজলচূগ বনবিহার এলাকায় যান চলাচল বিঘ্নিত হয়েছে। ১০ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সড়ক যোগাযোগ।

রবিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টায় মারিশ্যা-দীঘিনালা সড়কের অজলচূগ বনবিহার এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ওই এলাকার সড়ক যোগাযোগ রাস্তা।

খবর পেয়ে রাতেই সড়কের মাটি সরানোর কাজ শুরু করে বাঘাইহাট জোনের সেনাবাহিনী। পরে তাদের সাথে যোগ দেয় যুব রেডক্রিসেন্টের সদস্যরা। রাতে সড়কের একাংশের বিকল্প রাস্তা বের করার জন্য মাটি সরিয়ে মোটরসাইকেল ও সিএনজি চলাচলের জন্য পথ করা হয়।

পরে দিন সোমবার সকালে সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেনাবাহিনীর সহায়তায় সড়কের সব মাটি সরিয়ে ফেলেন। এতে দীর্ঘ ১০ ঘণ্টা পর ভারী যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার গণমাধ্যম'কে বলেন, সকাল সাড়ে ৮ টায় সময় ঘটনাস্থল পরিদর্শন করেছি আর আমার সাথে ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম। এসময় সড়কে চলাচল করা যানবাহন ও যাত্রীদের সতর্ক করা হয়। তিনি আরোও বলেন, বর্ষা মৌসুমে পাহাড়ের মাটি নরম হয়ে যায়। এর ফলে মাঝেমধ্যেই এই সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে সবাই সতর্ক থাকায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

(আরএম/এসপি/আগস্ট ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test