E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে আগানগর ইউপি সদস্যের নেতৃত্বে নৌ ডাকাতি

২০২২ আগস্ট ০১ ১৭:৫৯:১৯
ভৈরবে আগানগর ইউপি সদস্যের নেতৃত্বে নৌ ডাকাতি

মিলাদ হোসেন অপু, ভৈরব : ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন লুন্দিয়া এলাকায় মেঘনা নদীতে আগানগর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য শহীদ মিয়ার নেতৃত্বে ইঞ্জিত চালিত নৌকায় ডাকাতির সংগঠিত করে। ৩১ জুলাই রোববার সন্ধ্যা ৬টায় সঙ্গবদ্ধ হয়ে ইউপি সদস্য এই ডাকাতি করে। ভৈরব পৌর শহরের ৫ ও ৬নং ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা ইঞ্জিত চালিত নৌকায় ভ্রমণে বের হলে ওই নৌকায় ডাকাত দল হানা দিয়ে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ও ৬০ হাজার টাকা নগদ ছিনিয়ে নিয়ে যায়।

পুলিশ ও ভোক্তভোগীদের কাছ থেকে জানা যায়, ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা নদী ভ্রমণ শেষে ভৈরব ফেরার পথে লুন্দিয়া এলাকায় পৌঁছামাত্র সন্ধ্যা ৬টায় ৭/৮ জনের একটি ডাকাত দল নৌকায় হামলা করে তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ছাত্রনেতা মাকসুদ হাসান মুন্না নৌ থানায় একটি অভিযোগ দায়ের করলে নৌ থানার এসআই রাসেল মিয়ার নেতৃত্বে ১ আগস্ট সোমবার সকাল ১০টায় ইউপি সদস্য শহীদ মিয়াকে তার নিজ বাড়ি ভৈরব উপজেলার লুন্দিয়া থেকে আটক করা হয়।

ভৈরব পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইমন মিয়া বলেন, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের উপর ডাকাত বাহিনীর হামলার ঘটনা শোনার পর ভৈরব নৌ থানায় গেলে ছাত্রলীগের কর্মীরা ডাকাত সদস্যদের চিনতে পারে বলে জানায়। এ বিষয়ে অভিযোগ করলে নৌ থানা পুলিশ প্রশাসন আমাদের ডাকাতি হওয়া মোবাইল ও টাকা উদ্ধারের আশ্বাস দেন। আজ সোমবার সকালে আগানগর ইউপি সদস্য শহীদ মিয়াকে আটক করে। ভৈরবে ইউপি সদস্যের ডাকাতির সাথে জড়িত ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ সদস্যের পদ বাতিলের দাবীও জানাচ্ছি।

এ বিষয়ে ভৈরব নৌ- থানার এসআই রাসেল মিয়া বলেন, গতকাল ৩১ জুলাই রোববার সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগের ভিত্তিতে নৌ থানা অফিসার ইনচার্জ স্যারের নির্দেশনায় আজ সোমবার সকাল ১০টায় আগানগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড সদস্য শহীদ মিয়াকে আটক করা হয়। আটকের পর তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবদ করা হলে সে ডাকাতির কথা স্বীকার করে।

এ সময় ডাকাত সদস্য শহীদ মিয়া বলে তার সাথে সহযোগী ছিলেন, লুন্দিয়া গ্রামের লিয়াকত মিয়ার ছেলে লিটন (৩০), রাসু মিয়ার ছেলে মামুন (৩২), মিজান (৩০) পিতা- অজ্ঞাত, ভবানীপুর গ্রামের কায়েস মিয়ার ছেলে তাহের (৩০), বধূনগর গ্রামের দেওয়ান আলীর ছেলে লিটন (৩২)। এছাড়া আরো ২/৩ জন সহযোগী রয়েছে। ডাকাতি হওয়া ১৪টি মোবাইল ও ৬০ হাজার টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(এম/এসপি/আগস্ট ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test